26 April, 2024

TV9 Bangla

credit: Social Media

কেন মা হতে পারলেন না অভিনেত্রী মালবিকা সেন?

নিঃসন্তান মালবিকা। মা ডাকটা শোনেননি তিনি। কিন্তু অভিনয় করতে এসে মাতৃত্বও উপভোগ করেছিলেন মালবিকা। বর্তমানে পর্দায় এক গ্রহণযোগ্য মাতৃমূর্তি হয়ে উঠেছেন।

কখনও গুনগুনের মা, কখনও খিলখিলের মা, রাধিকা-অঙ্কিতার মা, কখনও বা অয়নদ্বীপের মা। মালবিকা বলেছেন, “আমি যখন ‘ফাগুন বউ’তে বিক্রম (অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়)-এর মায়ের চরিত্রে অভিনয় করি, ছেলেটাকে আমার দারুণ মিষ্টি মনে হয়।

আরও বলেন, "মনে হয়, আমার যদি ছেলে থাকত, তা হলে হুবহু বিক্রমের মতোই হত। কিংবা আমি যখন একটি নেগেটিভ ধাঁচের মায়ের চরিত্রে ‘খড়কুটো’তে অভিনয় করি, গুনগুনকে আগলে রাখি... 

...তৃণা (অভিনেত্রী তৃণা সাহা, যিনি ‘খড়কুটো’তে গুনগুনের চরিত্রে অভিনয় করেছিলেন)-র মধ্য়েও আমি আমার কন্যাকে খুঁজে পেয়েছিলাম।”

Biological মা হতে পারেননি মালবিকা। জন্ম হয়নি তাঁর ঔরসজাত সন্তানের। সে সম্পর্কে তিনি বলেছেন, “সন্তানের জন্ম দিয়ে আমি কারও biological মা হতে পারিনি তো কী হয়েছে?" 

বলেন, "আমার তো সন্তান আছে। আমার বাবা-মা-ই এখন আমার সন্তান। বৃদ্ধ হয়ে গেলে মা-বাবারা সন্তানের মতোই হয়ে যায়। বাবা-মা আমার সঙ্গেই থাকেন। তাঁদেরই আমি আমার সন্তানের মতোই দেখি।”

কত্থক, ভরতনাট্যম, কুচিপুডি নাচে পারদর্শী নৃত্যশিল্পী মালবিকা সেনকে দর্শক দেখেন সিরিয়ালের পর্দাতেও। তা-ও এক দশক পেরিয়ে গিয়েছে। মালবিকা এখন পুরোদস্তুর অভিনেত্রীও।

বর্তমানে অভিনয় করছেন ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালে। অতীতে ‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘কোড়া পাখি’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’র মতো ধারাবাহিকে দর্শক তাঁকে আবিষ্কার করেছেন এক মায়ের চরিত্রে। এক-এক মা এক-এক রকম।