15  March, 2024

'দাদাগিরি' সঞ্চালনা করে এই টাকা পান সৌরভ

TV9 Bangla

credit: social media

ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা থেকে অবসর নেওয়ার পর নন-ফিকশন শো ‘দাদাগিরি’ সঞ্চালনা করছেন তিনি। ক্যামেরার সামনে অসম্ভব সাবলীল তিনি। 

এক সময় বাংলা ঠিক করে বলতে না পারা সৌরভ অল্প সময়ের মধ্যেই সঞ্চালনা বিষয়টা রপ্ত করে ফেলেছেন। তাঁর সঞ্চালিত ‘দাদাগিরি’ অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো।

জানেন কি, ‘দাদাগিরি’ থেকে কত টাকা উপার্জন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বর্তমানে সপ্তাহে দু’দিন সম্প্রচারিত হয়ে ‘দাদাগিরি’। রাত ১০টার পর থেকে টেলিভিশনের পর্দায় দেখা যায় এই নন-ফিকশন শো।

‘দাদাগিরি’তে সঞ্চালনা করে প্রত্যেক সপ্তাহে আকাশছোঁয়া পারিশ্রমিক পান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই পারিশ্রমিকে কোনও বিলাশবহুল আবাসনে কিনে ফেলা যায় বিরাট আকারের সুদৃশ্য অ্যাপার্টমেন্ট।

সপ্তাহান্তে ‘দাদাগিরি’তে সঞ্চালনা করে ১ কোটি টাকা রোজগার করেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহে যদি এক কোটি টাকা হয়, তাহলে, প্রতিমাসে ৪ থেকে ৫ কোটি টাকা সৌরভ রোজগার করেন স্রেফ ‘দাদাগিরি’ সঞ্চালনা করেই।

৪০ বছর বয়স পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব পালন করেন সৌরভ। এমনিতেই ক্রিকেট খেলে কোটি-কোটি টাকা রোজগার করেছেন সৌরভ।

বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবেও কম রোজগার ছিল না তাঁর। ১১টি নামী ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে রয়েছেন সৌরভ। সেখান থেকেও প্রত্যেক মাসে কোটি টাকার আয় হয় তাঁর।

সম্প্রতি চাকরি পেয়েছেন সৌরভের কন্যা সানা। লন্ডনে পড়াশুনা করেছেন তিনি। কলকাতায় ফিরে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন।