কালীরূপে এ কোন অভিনেত্রী?
09 October 2023
হঠাৎ করে দেখলে চমকে যেতে হয়, ভয়ঙ্কর এক রূপ। মা কালীরও যেন রুদ্র রূপ। মহালয়ার দিন এমনই সাজে সেজে হাজির হতে চলেছেন টেলিভিশনের এক চেনা মুখ।
কে তিনি? কালীরূপে এ কোন অভিনেত্রী? ত্রিনয়ন দিয়ে যেন ভস্ম করে ফেলবেন সকলেই। সামনে সেই রূপ আসতেই শুরু হাজারও আলোচনা।
সম্প্রতি যদিও এক ধারাবাহিকে কালিকা রূপে দেখা গিয়েছে তাঁকে। এখানেই শেষ নয়, দুর্গা রূপেও অতীতে ধরা দিয়েছেন তিনি। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি কে?
তিনি আর কেউ নন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে। এবারে স্টার জলসার মহালয়াতে তিনি থাকছেন কালীরূপে। সেই প্রোমোই এবার প্রকাশ্যে এসেছে।
পায়েল সবাইকে জানিয়েছেন, বহুদিন পর তিনি ফিরছেন এই ভূমিকায়। তাঁকে ওই রূপে দেখে ইতিমধ্যেই ভক্তমহলে জেগেছে নানা কৌতুহল।
স্টারজলসার এবারের মহালয়ায় মহিষাসুর মর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই রূপ। যে রূপ দেখেও অভিভূত সকলে।
এ ছাড়াও শিবের চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। পায়েল দে ইন্ডাস্ট্রিতে পরিচিত নাম। বহু বছর ধরে নানা হিট উপহার দিয়েছেন তিনি। তাঁর ভক্তসংখ্যা অগুণতি।
তাঁকে দেখলে মনে হয় ঠিক যেন পাশের বাড়ির মেয়েটি। তাঁর মিষ্টি হাসি বহু মানুষের ভাল লাগার কারণ। নয়-নয় করে ষোলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন নায়িকা।
আরও পড়ুন