অভিনেত্রী মন্দাকিনী অভিনয় করেছিলেন ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে। ঝর্ণার নীচে তাঁর সাদা শাড়ির আড়ালে উঁকি দিয়েছিল স্তনবৃন্ত। ওই সময় দাঁড়িয়ে বাণিজ্যিক হিন্দি ছবিতে সেটাই ছিল সবচেয়ে সাহসের দৃশ্য।
কিন্তু জানলে অবাক হবেন, ‘রাম তেরি গঙ্গা মেইলি’ ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন দীপিকা চিখালিয়া। সেই দীপিকা চিখালিয়া, যিনি গোটা বিশ্বে বিখ্যাত হয়েছিলেন ‘রামায়ণ’-এর সীতা হিসেবে।
রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়ালের তিনিই ছিলেন সীতা। যাঁর স্নিগ্ধরূপ আজও ভুলতে পারেননি দর্শক। আজ পর্যন্ত তাঁর মতো করে অন্য কোনও অভিনেত্রীকে সীতা হিসেবে গ্রহণ করতে পারেননি দর্শক।
সেই দীপিকা কি না ‘রাম তেরি গঙ্গা মেইলি’তে মন্দাকিনীর চরিত্রটিতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে ছবিটি দেখে তিনি ছিটকে গিয়েছিলেন।
শুরুর দিকে টেলিভিশনে নিজের কেরিয়ার তৈরি করতে চাননি দীপিকা। ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে রাজ কাপুরের কাছে গিয়েছিলেন দীপিকা। অনুরোধ করেছিলেন, যাতে তাঁকে কাস্ট করা হয়।
বয়সের কারণে রাজ কাপুর নাকচ করেছিলেন দীপিকাকে। তখন তাঁর বয়স মাত্র ১৭। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, “ওই সময় দাঁড়িয়ে আমি ছোট-ছোট ছবিতে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম।"
বলেন, "খুব একটা খুশি ছিলাম না নিজের কাজ নিয়ে। ভেবেছিলাম ইন্ডাস্ট্রিটা ছেড়ে দেব। রাজ কাপুরের কন্যা রিমা ছিলেন আমার বাবার বন্ধুর বন্ধু।"
তিনি আরও বলেন, "তিনি আমাকে বলেছিলেন, ‘রাম তেরি গঙ্গা মেইলি’র জন্য রাজ কাপুর একজন নতুন নায়িকা খুঁজছেন। আমি ভাবলাম, এই বাহানায় আমি রাজ কাপুরের সঙ্গে দেখা করি।"
দীপিকার সংযোজন, "তিনি আমার সঙ্গে দেখা করলেন এবং আমার বয়স জিজ্ঞেস করলেন। আমার বয়স ১৭ বছর জানার পর তিনি আর আমাকে নিলেন না। আমার আর ‘রাম তেরি গঙ্গা মেইলি’তে অভিনয় করা হল না।”