30 October 2023

শ্রাবন্তী সেলেনোফিল, কী অর্থ এই শব্দের?

শ্রুতি দাস কে সকলেই চেনেন। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত 'দাদাগিরি'তে। 

আর সেখানে গিয়েই কেঁদে ফেললেন তিনি। শুধু তিনিই নন, কেঁদে ফেললেন তাঁর বাবাও। কিন্তু কেন? কী এমন ঘটেছে যে সকলের সামনে কাঁদতে হল বাবা-মেয়েকে? 

এক মধ্যবিত্ত পরিবারে জন্ম শ্রুতির। কলকাতার মানুষও নন তিনি। জন্ম নেন বর্ধমানের কাটোয়ায়। সেখানেই কেটেছে তাঁর ছোটবেলা।

তবে অভিনয়ের ইচ্ছে ছিল ছোট থেকেই। নাচটো শিখেছেন মন দিয়ে। গানও গান বেশ ভালই। অডিশনের পর তাঁর প্রথম ব্রেক মেলে 'ত্রিনয়ণী' ধারাবাহিকের মধ্যে দিয়ে। 

ওই ধারাবাহিক ব্যাপক হিট হয়েছিল। এরপর দেশের মাটি বলে একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন ঠিকই কিন্তু তা হিট হয়নি।

এরপর প্রায় এক বছর কোনও কাজ ছিল না শ্রুতির। হতাশাও হয়েছিল তাঁর। যদিও বিগত বেশ কিছু সময় ধরে তাঁর ভাগ্যের শিকে ছিড়েছে। 'রাঙা বউ' বলে একটি ধারাবাহিকে অভিনয়ও করছেন তিনি।

অন্যদিকে সম্প্রতি বিয়ে করেছেন শ্রুতি। তাঁর প্রথম ছবির পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারই তাঁর স্বামী। সব মিলিয়ে সুখের সংসার তাঁর।

তবে শুরুটা এমন ছিল না। সেই কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন শ্রুতির বাবা। কষ্টের কথা ভাগ করে নিতে গিয়ে কেঁদে ফেলেন শ্রুতি নিজেও।