5 December 2023

হিট সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে 'রাঙা বউ'? 

টিআরপির হিসেব বলছে, ধারাবাহিক 'রাঙা বউ'-এর ফল কোনওদিনই খারাপ নয়। শ্রুতি ও গৌরবের পারফরম্যান্স বেশ পছন্দই ছিল সকলের। তবে খারাপ খবর। 

ধারাবাহিক হিট হওয়া সত্ত্বেও তা বন্ধ হচ্ছে। এ খবর নিজেই জানিয়েছেন শ্রুতি দাস। কিন্তু কেন? নেপথ্যে কি কোনও গোপন ষড়যন্ত্র? 

আগামী ১৮ই ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটায় শুরু হবে শ্বেতা ভট্টাচার্য-রণজয় বিষ্ণু অভিনীত ‘কোন গোপনে মন ভেসেছে’র সফর। রাঙা বউ-এর জায়গা নেবে এই মেগা।

রাঙা বউ-এর প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার। যিনি আবার শ্রুতি দাসের স্বামীও বটে। শোনা যাচ্ছে, বিগত বেশ কচিহু দিন ধরেই নাকি চ্যানেলের সঙ্গে বনিবনা হচ্ছে না প্রযোজনা সংস্থার।

মিটমাটের চেষ্টা হলেও তা নাকি কিছুতেই ফলপ্রসূ হয়নি। আর সেই কারণেই নাকি বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকটি। 

কিছু দিন আগেই বন্ধ হয়েছে আর এক ধারাবাহিক 'খেলনা বাড়ি'। ওই ধারাবাহিকেরও প্রযোজক ছিল ওই প্রজজন সংস্থাটি। 

১৬ই ডিসেম্বর শেষপর্ব সম্প্রচারিত হবে রাঙা বউ-এর। সদ্যই সামনে এসেছে সিরিয়ালের ধামাকেদার প্রোমো। যাতে কুশের ‘হামশকল’ (সম্পর্কে যমজ ভাই) পর্দা ফাঁস করবে পাখি। 

ভক্তদেরও মন খারাপ। শ্রুতি ও গৌরবের রসায়ন এমনিতেই সুপারহিট। ফের কবে তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাবে, সেই কাউন্টডাউনই করছেন তাঁদের ভক্তরা।