তিনি ব্রাহ্মণ। তাই এবারের সরস্বতী পুজোতে তাঁরই ডাক পড়ল হাতে খড়ি দেওয়ানোর জন্য। আমন্ত্রণ সাদরে গ্রহণ করে নিলেন ছোট পর্দার অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
এবারের সরস্বতী পুজোতে এক খুদেকে প্রথম অ-আ-ক-খ লেখালেন শ্রীমা। হাতে তুলে নিলেন চক-স্লেট। সেই খুদেও শান্ত মনে লিখতে শুরু করলেন বাগদেবীর সামনে বসে...
বিষয়টি বেশ উপভোগ করেছেন শ্রীমা নিজে। তিনি ভিডিয়ো পোস্ট করেছেন রিলের আকারে। তাতে লেখা, "বাড়ির পুজো প্রতিবছর করলেও, এই বছর প্রথম বন্ধুর বাড়িতেও পুজো করলাম..."
তিনি আরও লিখেছেন, "ঠাকুরমমায়ের আরাধনায় ভুলত্রুটি থাকলে মা তার সন্তানকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন..."শাইয়ের অভাবে আমাকেই ছোট্ট সরস্বতীর হাতেখড়ি দেওয়াতে হল।
সাদা-হলুদ শাড়িতে সেজেছিলেন শ্রীমা। এই মুহূর্তে তিনি কোনও সিরিয়ালে অভিনয় করছেন না। বিরতিতে আছেন কয়েকটা দিন।
তাঁকে শেষবার দ্যুতির চরিত্রে দেখা যায় 'গাঁটছড়া' ধারাবাহিকে। খল-নায়িকার চরিত্র হলেও, শ্রীমাকে সেই চরিত্রে দারুণভাবেই গ্রহণ করে নিয়েছিলেন দর্শক...
শ্রীমার প্রথম সিরিয়ালের নাম 'জামাই রাজা'। সেই সিরিয়ালে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।
তারপর তাঁকে দেখা যায় এক মাইথোলজিক্যাল চরিত্রে। খুবই সুন্দর চরিত্র ছিল সেটা। এবার ফের একটি বৈচিত্রময় চরিত্রের অপেক্ষায় আছেন শ্রীমা।