04 January 2024

বয়স্ক পুরুষ পছন্দ সৌমিতৃষার! 

Credit -  PTI, AFP

TV9 Bangla

সৌমিতৃষা কুন্ডু-- বাংলা ধারাবাহিকে একদা পরিচিত মুখ ছিলেন তিনি, এখন যদিও তাঁর ডেবিউ হয়েছে বড় পর্দায় 

এ হেন সৌমিতৃষার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের মনে প্রশ্নের শেষ নেই! শুধু কি প্রশ্নই নাকি? তাঁর জীবন নিয়ে রটে নানা গসিপও 

কে তাঁর প্রেমিক? এই নিয়ে চলে চর্চা। টলিউডে একের পর এক নায়কের সঙ্গে নাম জড়ায় তাঁর। কখনও আদৃত রায় আবার কখনও বা দিব্যজ্যোতি দত্ত। 

সৌমিতৃষা অবশ্য বারেবারেই দাবি করে এসেছেন তিনি সিঙ্গল, তাঁর কোনও প্রেমিক নেই। তবে প্রেমিক নেই বলে এমনটা নয় যে তিনি প্রেমে বিশ্বাসী নন 

আগামী দিনে বিয়ে করার ইচ্ছে রয়েছে তাঁর পুরোদমে। কেমন পুরুষ পছন্দ তাঁর? জানা গেল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মারফতের মাধ্যমে

একটু বেশি বয়সী ছেলেই পছন্দ সৌমিতৃষার। এমনটাই দাবি করেছেন তিনি। একই সঙ্গে ছবি শেয়ার করেছেন ইয়ান সামারহেল্ডারের। 

এখানেই শেষনয়, তাঁর পছন্দ এমন ছেলে যে কালো রঙের লেদারের জ্যাকেট পরে। এখানেই শেষ নয় কিন্তু... 

ভাল ছেলে নয়, বরং খানিক দুর্নাম রয়েছে, যাকে নিয়ে চর্চা হয়, নানা আলোচনা হয়, এমন ছেলেই পছন্দ তাঁর, তিনি জানিয়েছেন এমনটাই