‘মোহর’, ‘এক্কা দোক্কা’র মতো সিরিয়ালের মুখ ছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। TV9 বাংলাকে জানিয়েছেন কবে বিয়ে করছেন তিনি।
এই অবসরটা কীভাবে কাটাচ্ছেন সোনামণি? অভিনেত্রীর জবাব, “আমাদের তো বিরতি আসে না। কাজ করি যখন চিত্রনাট্যই পড়ি বেশিরভাগ।
বই পড়ার সময় পাই না। ফলে এই সময়টায় চুটিয়ে বই পড়ছি। আর ছবি আঁকা। ছবি আঁকতে খুবই ভালবাসি আমি। এখন প্রাণ ভরে ছবি আঁকছি। শুয়ে থাকছি, ঘুমাচ্ছি… নিজেকে খুব প্যাম্পার করছি।”
বিরতি বিষয়টা এক-একজন অভিনেতা এক-একভাবে দেখেন। কেউ তাতে হতাশাগ্রস্ত হয়ে ওঠেন। হাতে কাজের অভাবে নিজের প্রতি অনেক প্রশ্ন তোলেন। কেউ সেই সময়টায় নিজেকে খোঁজার চেষ্টা করেন।
সোনামণি দ্বিতীয় শ্রেণির শিল্পী। বিরতিতে তিনি নিজের সঙ্গে সময় কাটান, নিজেকে সময় দেওয়ায় বিশ্বাসী।
আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কাজ না আসার হতাশা থাকে না। জানিয়েছেন সোনামণি নিজেই।
আর বিয়ে? সোনামণি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে বিয়ে এবং সংসার নিয়ে কোনও পরিকল্পনাই করছেন না। হলে তিনি নিজেই জানিয়ে দেবেন সক্কলকে।