বর্তমানে সুরভী অভিনয় করছেন যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের বড় বউ মিতালীর চরিত্রে। যে বড় বউ কালো পাড় সাদা শাড়ি পরে সকলের উপর ছড়ি ঘোরায়।
ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে। প্রথম বিধবার চরিত্রে অভিনয় করেন সুরভী। স্বামী ফিরে আসায় সধবার সাজে দেখা যাচ্ছে তাঁকে।
এই সুরভীর প্রথম সিরিয়াল 'ইরাবতীর চুপকথা'। বলেন, "আসলে ‘ইরাবতীর চুপকথা’ আমার প্রথম প্রজেক্ট। সেটায় আমার কিছু করার ছিল না। আমরা যাঁরা নতুন কাজ করতে আসি, আমাদের কাছে তেমন চয়েস থাকে না।"
তিক্ত স্বাদের জন্য অনেকেই উচ্ছে বা করলা খেতে চান না। বিশেষ করে বাচ্চারা। তবে নিয়মিত যদি খাবারের তালিকায় উচ্ছে বা করলা থাকে, তাহলে শরীর ভাল থাকে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
তবে কেন প্রথম সিরিয়ালে খলনায়িকার চরিত্রেই কাজ করতে রাজি হয়ে গেলেন সুরভী? এর কারণ জানিয়েছেন সুরভী স্বয়ং। তিনি জানিয়েছেন, দুষ্টু 'মেয়ের রোল' তাঁকে কেন টানল?
সুরভী বলেছেন, "আমি রাজি হয়ে গিয়েছিলাম কারণ, অভিনয় করতে বড্ড ভালবাসি। সব সময় পর্দায় ভাল মেয়ে হয়েই থাকব, সে রকম বাসনা আমার ছিল না। ভাল-খারাপ-মাঝারি সব চরিত্রেই আমি অভিনয় করতে চাই। সবেতেই আমি স্বাচ্ছন্দ্য। "
তিনি আরও বলেছেন, "ইরাবতীর পর ‘ভাগ্যলক্ষ্মী’তে অভিনয় করি। সেটাও ছিল খলচরিত্র। একটার পর একটা সুযোগ আসতে থাকে। আমিও গ্রহণ করে নিই।"
তবে খলনায়কের চরিত্রে অভিনয় করতে চান না সুরভী। বলেছেন, "ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাই না, এমন কথা আমি বলিনি। কারণ, এই ধরনের চরিত্রে অভিনয় করতে আমি নিজেও বেশ পছন্দ করি। একমাত্র ‘গঙ্গারাম’-এ অভিনয় করতে গিয়ে ভাল একটা মানুষ হয়ে থেকেছি।"