29 January 2024

তিস্তানকে বই উৎসর্গ অনুপমের? কে সে?

Credit: Reporter and Social Media

TV9 Bangla

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়রিং বিভাগের ছাত্র অনুপম রায় মেশিনের চেয়ে বেশি ভালবেসেছেন শিল্প, গান, কবিতা এবং গল্পকে...

শুরু থেকেই তাঁর পছন্দের লেখাপড়ার মধ্যে ছিল গল্প-উপন্যাস, কবিতার বই এবং অবশ্যই গান। সকলেই জানেন, অনুপম একজন সুপ্রতিষ্ঠিত গায়ক এবং সঙ্গীত পরিচালক...

গান লেখা, গাওয়া এবং সঙ্গীত পরিচালনার পাশাপাশি গদ্য লিখতে খুবই ভালবাসেন অনুপম। সম্প্রতি একটি বইও প্রকাশিত হয়েছে তাঁর...

বইয়ের নাম 'বিনয়ের ব্রহ্মদর্শন'। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হওয়ার আগেই সেই বই প্রকাশিত হয়েছে দে'জ পাবলিকেশন থেকে...

বইটি অনুপম তিস্তানকে উৎসর্গ করেছেন। কে এই তিস্তান? জানতে ইচ্ছা করতেই পারে। সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে ভাঙার পর এই তিস্তান কি অনুপমের নতুন বন্ধু? 

বিষয়টি TV9 বাংলা জানতে চেয়েছিল অনুপমের কাছে। গায়ক বলেছেন, "তিস্তান আমার পুরনো বাড়ির নাম..."। গুগল করে আরও কিছু তথ্য পাওয়া গেল...

২০১২ সাল। 'তিস্তান' বলে একটা গানের ভিডিয়ো মুক্তি পেয়েছিল অনুপমের। মঞ্চে কাঁটাতারের বেড়া ঘেরা। তার মাঝে দাঁড়িয়ে 'তিস্তান-তিস্তান' বলে গেয়ে চলেছেন অনুপম...

বাংলা গানের অ্যালবাম 'দূরবিনে চোখ রাখব না'র একটি গান সেটি। অ্যালবামটি অনুপমেরই। সেই গানের লাইন ছিল, "হব নিরুদ্দেশ..." পারলেন কি হতে নিরুদ্দেশ?