প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-- টলিউডে তিনিই ইন্ডাস্ট্রি। যদিও নিজেকে ইন্ডাস্ট্রি হিসেবে মানতে রাজি নন তিনি। তবু সত্য কি আদপে অস্বীকার করা যায়?
তবে নায়কেরও মন খারাপ হয়। না চাইতেও মনের কোণে জমে মেঘ। ঠিক যেমন হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও। তাঁর প্রথম বিয়ে দেবশ্রী রায়ের সঙ্গে।
একসঙ্গে ছবি করতে গিয়েই আলাপ হয় দু'জনের। সেখান থেকে যা হয় বন্ধুত্ব, ভালবাসা এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হয় বিয়েও, কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি।
বিয়ে কেন টিকল না সে সব বিতর্ক অতীত, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই তিনি জানিয়েছেন প্রথম বিয়ে সফল না হওয়ায় সিনেমা থেকে দূরে সরে যাচ্ছিলেন ক্রমে।
কীভাবে? মন ভেঙে গিয়েছিল তাঁর। তাঁর কথায়, "আমার প্রথম বিচ্ছেদের পর নিজেকে তিনটে বছরের জন্য ফ্ল্যাটে বন্দী করে রেখেছিলাম।"
যোগ করেন, "আমি তখন ছোট ছিলাম। কুড়ির কোঠায় ছিল আমার বয়স। তাই বিচ্ছেদ আমার জীবনে ভীষণই প্রভাব ফেলেছিল।"
তিনি বুঝতে পেরেছিলেন কোনওভাবেই সিনেমার প্রতি মনোযোগী হতে পারছেন না। অথচ সেই সময় তাঁর কেরিয়ার একেবারে শীর্ষে।
তবে নিজেকে বুঝিয়েছিলেন প্রসেনজিৎ। আর এর পরেই এক সকালে ফিরে গিয়েছিলেন নিজের ভালবাসার কাছে। বলা ভাল নিজের প্রথম প্রেমের কাছে-- যা আর কিচ্ছু না সিনেমা। তাঁর জগৎ, তাঁর অক্সিজেন।