19 November 2023

কী নিয়ে ঠাট্টা সহ্য হয় না শ্রাবন্তীর?

শ্রাবন্তী চট্টোপাধ্যায়-- টলিউডে প্রথম সারির অভিনেত্রী তিনি। তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। এমনিতে মিশুকে অভিনেত্রী।

তবে একটা ব্যাপার নিয়ে ঠাট্টা কিছুতেই সহ্য হয় না তাঁর।  সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে। কোন ধরনের ঘটনা শ্রাবন্তীর সঙ্গে ঘটলে তিনি মেজাজ হারাবেন?

 টক শো অপুর সংসার-এ এসে শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্ট জবাব দিয়েছিলেন শ্রাবন্তী। জানালেন, একমাত্র তাঁর একটা বিষয়তেই চরম ভয়। তা হল ভূত। ভূতে ভয় পান  শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আর এই নিয়েই যদি কেউ তাঁকে কোনও রকম ভয় দেখান অথবা মজা করার চেষ্টা করেন তবে তা মোটেও সাদরে গ্রহণ করবেন না তিনি। বরং হারিয়ে ফেলবেন মেজাজ।

এমন কি হাতা নিয়েও তাড়া করতে পারেন তিনি। বাকি কোনও বিষয় তিনি চট করে রেগে যান না। রাগ করাটা তাঁর স্বভাব বিরুদ্ধ। আর ব্যক্তিগত জীবন নিয়ে যে এত কথা?

তা নিয়েও খুব একটা ভাবিত হতে দেখা যায় না তাঁকে। নিজের শর্তে থাকতে ভালবাসেন নায়িকা। নিজে যা ভাল মনে করেন তাই করেন।

এই মুহূর্তে হাতে কাজও রয়েছে বিস্তর। সে সব নিয়েই থাকতে চান তিনি। এই যেমন খুব শীঘ্রই দেবী চৌধুরানীর শুটিং করবেন তিনি। এই মুহূর্তে সেই ছবিরই প্রস্তুতি চলছে তুঙ্গে। 

শিখছেন অসিচালনা ও ঘোড়ায় চড়া। ছবিটির পরিচালক জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মৈত্র। এ ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।