শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারি অভিনেত্রী তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের সীমা নেই। শ্রাবন্তী থাকেন বাইপাসের ধারের এক বিলাসবহুল আবাসনে কত টাকা সম্পত্তির মালিক তিনি জানেন? শুনলে মাথা ঘুরে যাবে আপনার।
২০২১ সালে বিজেপির তারকা প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়ান তিনি। যদিও ভোটে জেতা হয়নি তাঁর।
তবে সে সময় যে হলফনামা জমা দিতে হতো তাতেই প্রকাশ পেয়েছিল শ্রাবন্তীর সম্পত্তির পরিমাণ জানা গিয়েছিল তার দুটি ব্যাংকে যথাক্রমে এক কোটি ১০ লক্ষ ৬১ হাজার ৫৯১ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা রয়েছে।
এছাড়া প্রায় এক লাখ টাকার মতো নগদ রয়েছে তাঁর কাছে। এখানেই শেষ নয়। সাত লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে তাঁর। দাঁড়ান চমকে যাবেন না!
১০ লক্ষ টাকার জীবন বীমা রয়েছে শ্রাবন্তীর। সবমিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ সে সময় দেখান হয়েছিল ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৯১ টাকার মতো। শ্রাবন্তীর রয়েছে দুটো দামি গাড়িও। একটি অডি কিউ সেভেন এবং অন্যটি বালেনো।
অডির দাম প্রায় ৫৩ লক্ষ টাকার মতো অন্যদিকে মারুতি ব্যালনোর দাম ৭ লক্ষের কাছাকাছি।
সোনা হীরে থেকে প্ল্যাটিনাম -- নানা রকমের গয়নাও রয়েছে।তাঁর হলফনামা অনুযায়ী জানা গিয়েছিল সে সময় তার কাছে প্রায় ৩০ লাখ টাকার মতো সোনার গয়না ছিল।
এছাড়া হীরের গয়না রয়েছে প্রায় ২০ লক্ষ টাকার মত। হলফনামা থেকেই থেকেই জানা গিয়েছিল দক্ষিণ ২৪ পরগনা লেদার কমপ্লেক্স এর কাছে প্রায় ছয় বিঘার কাছাকাছি একটি চাষের জমিও রয়েছে তাঁর।
2017 সালে জমিটি কিনেছিলেন শ্রাবন্তী। এছাড়াও পর্ণশ্রীতে রয়েছে দুটো ফ্ল্যাট। তা ছাড়াও আরবানায় ১ বিলাসবহুল আবাসন। যেখানে এই মুহূর্তে তিনি থাকেন
এই দু বছরে আরও বেশ কিছু ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী। বাংলা ছবির অবস্থা সামগ্রিকভাবে খারাপ হলেও অভিনেত্রীর হাতে রয়েছে অনেক কাজ। এই অবস্থায় দাঁড়িয়ে তার সম্পত্তি আরও বেড়েছে বলেই ঘনিষ্ঠ মহলসূত্রে খবর।