09 April, 2024

নিখিল-যশ নন, কে নুসরতের প্রথম স্বামী?

TV9 Bangla

credit: social media

প্রায় এক দশক আগে 'শত্রু' ছবির হাত ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন অভিনেত্রী নুসরত জাহান। সেই সময় ভবানীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রী ছিলেন তিনি। অভিনেতা-প্রযোজক জিৎ তাঁকে ব্রেক দিয়েছিলেন।

প্রথম ছবিতেই দর্শকের নজরে এসেছিলেন নুসরত। একের পর-এক বাংলা বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছিলেন নুসরত। পরবর্তীকালে রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছিলেন।

২০১৯ সালে পশ্চিমবঙ্গের বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল পার্থী হিসেবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন নুসরত এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু সেই সবই এখন অতীত।

২০২৪ সালে ভোটের টিকিট পাননি নুসরত। তবে ২০১৯ সালে সাংসদ হওয়ার পর তুরস্কে বিয়ে করেছিলেন নুসরত। কলকাতার অবাঙালি ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত।

হঠাৎই জানিয়েছিলেন, সেই বিয়েটা বৈধ নয়। বর্তমানে তিনি অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন। যশ এবং তাঁর সন্তানও রয়েছে। কিন্তু জানেন কি, নিখিল-যশ--এঁদের আগেও একবার বিয়ে করেছিলেন নুসরত।

কে ছিলেন নুসরতের প্রথম স্বামী? তাঁর নাম ভিক্টর ঘোষ। শোনা যায়, জামশেদপুরের এই ব্যবসায়ীকেই নাকি প্রথমে বিয়ে করেছিলেন নুসরত। তিনি নাকি ছিলেন নুসরতের ছোটবেলার বন্ধু।

সেই বিয়ে এবং বন্ধুর কথা আজ পর্যন্ত স্বীকার করেননি নুসরত। পুরোটাই নাকি গুজব। তবে শোনা যায়, ভিক্টরের সঙ্গে বিয়ে ভাঙার পর নাকি বিরাট টাকার খোরপোশ নিয়েছিলেন নুসরত।

শোনা যায়, পেশাদার জীবনে এগিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ভিক্টরের সঙ্গে তাঁর বিয়ের কথা গোপন রেখেছিলেন নুসরত। ভিক্টরের নামাঙ্কিত একটি ট্যাটুও নাকি নিজের বুকে খোদাই করেছিলেন নুসরত।