কেবল তাই নয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে ফের অভিনয় করছেন ঋতুপর্ণা। কলকাতাতেই হচ্ছে শুটিং। সেই শুটিংয়েই সারাদিন ব্যস্ত অভিনেত্রী।
কিন্তু আপনি কি জানেন, ঋতুপর্ণা তাঁর জন্মদিন শেয়ার করেন আরও দুই বাঙালি অভিনেত্রীর সঙ্গে। এঁরা দু'জনেই দুর্দান্ত অভিনেত্রী। একজনের সঙ্গে তো অভিনয়ও করেছেন টলি-কুইন।
তাঁদের একজনের নাম নন্দিতা দাশ। বরাবরই অন্য ধরনের ছবিতে অভিনয় করেছেন নন্দিতা। বারবারই দারুণ পারফর্ম করেছেন তিনি। তাঁর কাজ সমাদৃত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এ বছর নন্দিতা দাশ পা দিলেন ৫৪ বছর বয়সে। দ্বিতীয় অভিনেত্রী যাঁর সঙ্গে ঋতুপর্ণা তাঁর জন্মদিন শেয়ার করেছেন, তিনি হলেন রাইমা সেন। ঋতুপর্ণার মতো রাইমাও ৭ নভেম্বরে জন্মগ্রহণ করেছেন। তাঁর বয়স হল ৪৪ বছর।
এই তিনজনের মধ্যে মিল--এরা তিনজনেই প্রয়াত পরিচালক ঋতুপর্ণা ঘোষের নায়িকা। তিনজনেই দর্শকের খুব প্রিয়। ঋতুপর্ণা-রাইমা একই ছবিতে অভিনয়ও করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরীর 'অনুরণন'-এ।
ঋতুপর্ণা ঘোষের 'শুভ মহরৎ'-এ অভিনয় করেছিলেন নন্দিতা দাশ। 'দহন'-এ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণর একাধিক ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। যেমন--'চোখের বালি', 'নৌকাডুবি', 'মেমোরিজ় ইন মার্চ' ইত্যাদি।
অনেকদিন থেকেই এই তিন অভিনেত্রীকে একসঙ্গে কোনও ছবিতে দেখতে চাইছেন দর্শক। সেই ইচ্ছা কোনও না-কোনওদিন নিশ্চয়ই পূরণ হবে। পরিচালক সুমন ঘোষও তাঁদের তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।