সব্যসাচী চক্রবর্তী। আর এক টলি-অভিনেতার সঙ্গে তাঁর অনেক মিল। সেই অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক। তাঁদের জুড়ি বলা যেতে পারে।
রঞ্জিত মল্লিকের মতো সব্যসাচীরও কোনও রটনা নেই। নেই কোনও মহিলাঘটিত গুজব। গসিপ নেই।
এই দুই অভিনেতার মধ্যেই এক ভরসাযোগ্য ‘বন্ধু’কে খুঁজে পেয়েছেন টলিউডের বহু অভিনেত্রী।
তাঁদের দুই পরিবার থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল সম্পর্ক। প্রেমের বিয়ে নয় একেবারেই। ঘটকালি হয় পরিবার থেকেই। সব্যসাচী-মিঠুর সম্বন্ধ করে বিয়ে।
১৯৮৬ সালে হয় সেই বিয়ে। সেই থেকে আজ পর্যন্ত দারুণ সুন্দর সম্পর্ক মিঠু-সব্যসাচীর। বিবাদ ঘটেনি। তাঁদের সন্তান বলতে দুই পুত্র--অর্জুন এবং গৌরব। দুই পুত্রই টালিগঞ্জের প্রতিষ্ঠিত অভিনেতা।
সম্প্রতি বাবা হয়েছেন তাঁদের বড় ছেলে গৌরব। ৬ মাস বয়স ধীরের। কিছুদিন আগেই ছিল অন্নপ্রাসন।
ফের ঠাকুমা-ঠাকুরদা হয়েছেন মিঠু-সব্যসাচী। অর্জুন এবং তাঁর স্ত্রী সৃজার কন্যা হয়েছে আগেই। ছেলেদের বিয়ে পর তাঁদের নিজেদের আলাদা করে দিয়েছিলেন মিঠু।