20 MAY, 2024

'উত্তমের গায়ে জোর', মহানায়ক ছুঁতেই বলেন অভিনেত্রী!

TV9 Bangla

credit: Social Media

‘অভিনয় করার সময় ও আমাকে টাচ করবে না’, ‘সপ্তপদী’ ছবিতে সুচিত্রা সেনের সেই বিখ্য়াত সংলাপ আজ কাল্টে পরিণত। উত্তরে উত্তমকুমার বলেছিলেন, ‘টাচ না করে অভিনয় করব কী করে?’– উত্তম-সুচিত্রার এই জুটি ভোলার নয়।

স্বর্ণযুগের মহানায়ক-মহানায়িকা তাঁরাই। অভিনয় করতে গেলে যে টাচ করতে হতে পারে, তা যেন এই ছবিতেই ইঙ্গিত দেওয়া ছিল। সেই টাচ নিয়েই এক মজার গল্প বলেছিলেন এক বিখ্যাত নায়িকা।

‘ম্যাটিনি আইডল’ হিসেবে উত্তমকুমার অত্যন্ত জনপ্রিয়। তিনি আজও বাঙালির মনের মণিকোঠায় বিরাজ করেন। তিনি হাজার-হাজার বাঙালি মেয়ের মনে ব্যথা ধরিয়েছেন একটা সময়। তাঁর জন্য অবিবাহিত থেকে গিয়েছেন অসংখ্য বাঙালি রমণী। 

গৌরীদেবীকে বিয়ে করেছিলেন উত্তম। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের মতো নায়িকারা। সেই কথা সকলেই জানেন। এই উত্তম সম্পর্কে একবার এক অভিনেত্রী এক মন্তব্য করেছিলেন এক সাক্ষাৎকারে।

সেই অভিনেত্রীর নাম অপর্ণা সেন। এক ছবিতে একটি সিন ছিল তাঁর উত্তমকুমারের সঙ্গে। দৃশ্য়টিতে অপর্ণাকে কোলে তুলে অন্য ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল উত্তমের। 

অপর্ণা বলেন, “আমাকে কোলে তুলে অন্য ঘরে নিয়ে যাওয়ার কথা ছিল উত্তমবাবুর। আমি তো হালকাপাতলা মানুষ ছিলাম। ছোটখাটো। আমাকে অন্য ঘরে নিয়ে যেতে অসুবিধা হয়নি তাঁর। বাবা গায়ে কী জোর ছিল, জানেন।”

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অপর্ণা এটাও বলেছিলেন, “আরও একজনের কথা আমি বলতে আগ্রহী এখানে। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিক। আমাকে একটা সিনে তাঁর কোলে তোলার কথা ছিল সামান্য। 

সেই সিন করতে গিয়ে তিনি এক্কেবারে ঘেমেনেয়ে একাকার হয়েন গিয়েছিলেন। বলেই ছিলেন, ‘বাবাহ্, কী ভারী।’ তারপর তিনি প্যাকেট থেকে বের করেছিলেন সিগারেট। আমাকে অফার করেছিলেন। আমি মনে-মনে বলেছিলাম, ‘আপনার এই অবস্থা, কেন খান এই সব’।