11 MAY, 2024

উত্তমকুমারই নষ্ট করেন সাবিত্রীর জীবন?

TV9 Bangla

credit: Social Media

সকলেই জানেন, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মহানায়ক উত্তমকুমারের। অনেকে এটাও মনে করেন, তাঁকে ভালবেসেই সাবিত্রী বিয়ে করেননি আজীবন।

একাধিক সাক্ষাৎকার এবং নিজের আত্মজীবনী 'সত্যি সাবিত্রী'তেও সাবিত্রী চট্টোপাধ্যায় বলে গিয়েছিলেন সেই চরম সত্যিটা। সত্যি কি উত্তমের জন্যই আজও আইবুড়ো সাবিত্রী?

সাবিত্রী বলেছিলেন, "কেবল উত্তম নন। যাঁর প্রেমেই পড়তাম, তিনদিন পর জানতে পারতাম, সেই ব্যক্তির একটি বউ আছে আগে থেকেই।"

বিবাহিতদের সঙ্গে সম্পর্ক থাকলেও সাবিত্রী কিন্তু কারও সংসার ভাঙেননি। যদিও তাঁর জন্য আসা সম্বন্ধগুলো ভেঙে ফেলা হয়েছিল।

 এবং তা ভেঙেছিলেন খোদ উত্তমকুমারই। এই কথা নিজেই জানিয়েছেন সাবিত্রী।

তিনি বলেছিলেন, "জানেন, আমার জন্য সম্বন্ধ আসত আর উত্তমদা এসে সেগুলো ভেঙে ফেলতেন এক-এক করে।"

উত্তমকুমারের জন্যই আইবুড়ো ছিলেন সাবিত্রী। কিন্তু তিনি কেবল উত্তমের প্রেমেই আটকে থাকেননি।

সাবিত্রীর জীবনে আরও এক প্রেম আসে। সেই ব্যক্তির নাম ছিল সর্বেন্দ্র সিং। তাঁকেও মনে-মনে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন সাবিত্রী। তিনিও ছিলেন বিবাহিতই।