খেতে খুবই ভালবাসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর প্রিয় খাবার ফুচকা। এই খাবারটি যে কোনও বাঙালি মেয়ের জিভে জল এনে দিতে পারে। শুভশ্রীও ব্যতিক্রম নন। মারাত্মক ভালবাসেন ফুচকা খেতে।
কিন্তু ৪টে, ৬টা নয়। কিংবা ১০টা-১২টাও নয়। শুভশ্রী খেতে ভালবাসেন অগুনতি ফুচকা। খুব অল্প সময়ে যে সংখ্যক ফুচকা খেতে পারেন তিনি, জানলে চোখ কপালে উঠবে আপনার।
বহু ফুচকা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শুভশ্রী। এবং তাঁকে টেক্কা দিতে পারেননি কেউই। শুভশ্রী জানিয়েছেন, তিনি কতগুলি ফুচকা একসঙ্গে খেতে পারেন। আম আদমির পক্ষে ততগুলি ফুচকা খাওয়া কঠিন।
কিংবা খেলে পেট খারাপ অবধারিত। কিন্তু অত সংখ্যক ফুচকা খেয়ে অনায়াসেই হজম করে ফেলতে পারেন শুভশ্রী। একবার একটি ফুচকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রাজ চক্রবর্তীর স্ত্রী।
সেখানে ৬৪টি ফুচকা খেয়েছিলেন এবং জিতে নিয়েছিলেন প্রথম পুরস্কার। ভাবতে পারেন! বেশ বড় আকারের আলুওয়ালা ফুচকা টক জল দিয়ে নিমেষে খেয়ে হমজ করেছিলেন টলি-অভিনেত্রী।
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন শুভশ্রী। ৯ মাসের সাধও খাওয়া হয়ে গিয়েছে তাঁর। ঘটা করে প্রত্যেকটি সাধের ছবি পোস্ট করেছেন শুভশ্রী। তাঁর সন্তানের জন্মের অপেক্ষায় সক্কলে।
কিছুদিনের মধ্যেই সন্তানের জন্ম দেবেন। জানা যাচ্ছে, চলতি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতেই সন্তানের জন্ম দেবেন শুভশ্রী। এই সময়ও নানাবিধ ভালমন্দ খাবার খাচ্ছেন শুভশ্রী।
২০২০ সালে জন্ম হয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের। তিন বছর পর ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দুনিয়াবাসীকে জানিয়েছেন অভিনেত্রী। ইউভান বড় দাদা হতে চলেছে। বিষয়টি নিয়ে একরত্তিও দারুণ এক্সাইটেড।