মাত্র ২৩ বছর বয়সে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন বাঙালি অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
সেই সময় অনেকেই তাঁকে স্টিরিওটাইপ হয়ে যাওয়ার ভয় দেখিয়েছিলেন। কিন্তু অপরাজিতা অন্য ধাতুকে গড়া মানুষ। বিশ্বাস করেন, মায়েরাই হিরো।
তাঁর মধ্যে মাতৃত্ববোধ নিয়ে TV9 বাংলার কাছে জীবনে প্রথম মুখ খুলেছিলেন অপরাজিতা। প্রথম বলেছিলেন, তাঁর এক কন্যা সন্তান রয়েছেন।
যে কন্যা সন্তানের অস্তিত্বের কথা বিগত ২০ বছর ধরে লুকিয়ে রেখেছিলেন অপরাজিতা। তাঁর পরিচয় এই প্রথম দিয়েছেন অকপট।
কে তিনি? অপরাজিতার কন্যার নাম গার্গী। গার্গী রায়। বিগত ২০ বছর ধরে গার্গী থাকছেন অপরাজিতার বেহালার বাড়িতেই। অভিনেত্রীকে ডাকেন 'মণিমা' বলে।
সবার আগে, এটা বলা দরকার। অপরাজিতার গর্ভে জন্ম হয়নি গার্গীর। তাঁর বাবা-মা রয়েছেন অন্যত্র। গার্গীর সঙ্গে ফোনালাপে মা-মেয়ের সম্পর্কের সূত্রপাত অপরাজিতার।
ফোনের ওপার থেকে গার্গী অপরাজিতাকে বলেছিলেন, "আমি তোমাকে মা বলে ডাকতে পারি।" অপরাজিতা অবাক হয়ে গিয়েছিলেন... তবে গার্গীকে আপন করে নিতে বেশি সময় নষ্ট করেননি।
গার্গী পেশায় একজন ব্যাঙ্কার। কন্যা সম্পর্কে অপরাজিতা বলেছেন, "আমার যদি নিজের গর্ভের সন্তানও থাকত, বিশ্বাস করি, সে গার্গীর মতো হত না..."