প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা হয় পরমব্রতর, পিয়া জানেন?
কেউ বলবেন, “প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব হয় নাকি?" কেউ বলবেন, "আলবাত হয়!" এ ব্যাপারে নানা মুনির নানা মত। কিন্তু এমন এক ব্য়ক্তির কথা এখানে বলা প্রয়োজন, যিনি ৫ মাস আগে বিয়ে করেছেন। তিনি পরমব্রত চট্টোপাধ্যায়।
বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন বলে তাঁর নামের আগে জুটেছে ‘বউচোর’ তকমা। তিনি কিন্তু প্রাক্তন প্রেমিকা ইকার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরমব্রত জাহির করেছেন মনের কিছু কথা। প্রাক্তন প্রেমিকা ইকা স্কোউটের সম্পর্কে মুখ খুলেছেন পরমব্রত। গল্পের ছলে তিনি জানিয়েছেন, ইকার সঙ্গে প্রেমের সম্পর্ক আর না থাকলেও তাঁর সঙ্গে প্রত্যেক সপ্তাহে কথা হয় পরমব্রতর।
ইকা নেদারল্যান্ডসের বাসিন্দা। তিনি সেখানকার ডাক্তার। পরমব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল অনেক বছর আগে। লিভ ইন-সম্পর্কেও নাকি ছিলেন তাঁরা। ব্যক্তিগত কারণে সেই সম্পর্কটা আর নেই তাঁদের মধ্যে।
কিন্তু পরমব্রত নিজের মুখে স্বীকার করে নিয়েছেন, তাঁর সঙ্গে ইকার প্রত্যেক সপ্তাহেই কথা হয়। বলেছেন, “আমার অধিকাংশ প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইকার সঙ্গে আমার সম্পর্কটা লকডাউনের সময় শেষ হয়েছিল।"
বলেছেন, "সেই সম্পর্কের কথাটা আমরা জনে জনে বলিনি কখনও। অন্যান্য কাপলের মতো আমরা ছবিটবি শেয়ার করতাম না। কেবল ইকার সঙ্গে নয়, কোনও সম্পর্কের ক্ষেত্রেই সেটা আমি করিনি। বিভিন্ন জায়গায় নিমন্ত্রণে গিয়েছিলাম একসঙ্গে, সেটুকুই।"
জানিয়েছেন, সেই কারণেই ব্রেকআপটাও ফলাও করে বলেননি তাঁরা। এই পরিণত বয়সে এসে পরমব্রত বিশ্বাস করেন না রাগারাগির মাধ্যমে সম্পর্ক ভেঙে যেতে পারে। ইকার এবং তাঁর মধ্যে এখনও পর্যন্ত যথেষ্টই বন্ধুত্ব আছে। নিয়মিত কথা হয় তাঁদের।
কেবল তাই নয়। সপ্তাহে একবার অন্তত কথা হয় তাঁদের। ইকার বাবা-মায়ের সঙ্গেও পরমব্রতর এখনও সম্পর্ক আছে। তাঁদের সঙ্গেও আমার কথা অভিনতা-পরিচালক-প্রযোজক।