22 April, 2024

প্রথম স্ত্রী দামিনীর সঙ্গে কথা হয় সুদীপের?

TV9 Bangla

credit: Social Media

অভিনেতা সুদীপ মুখোপাধ্য়ায়। প্রথম স্ত্রী দামিনী বেনি বসুর সঙ্গে তাঁর ভালবাসা করে বিয়ে। ১৪ বছরের ব্যবধান ছিল তাঁদের। দামিনীর সঙ্গে বিয়েটা টেকেনি সুদীপের। তারপর তিনি বিয়ে করেছেন এক নৃত্যশিল্পীকে।

সেই স্ত্রী এবং দুই পুত্রকে নিয়ে সুখে সংসার করছেন সুদীপ। টানা-টানা চোখ, নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক নাচের অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। তাঁর পটলচেরা চোখ দেখে আকৃষ্ট হয়েছিলেন প্রথমে।

তারপর দেখলেন পৃথা তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন ফেসবুকে। এমন তো কত ফ্রেন্ড রিকোয়েস্টই পান সুদীপ! কিন্তু ওই টানা-টানা চোখের সুন্দরীর থেকে নজর সরেনি।

প্রোফাইল পিকচার দেখেই চিনে নিয়েছিলেন মঞ্চের সেই সুন্দরী নৃত্যশিল্পীই তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। সেই সময় তিনি ডিভোর্স। অভিনেত্রী দামিনী বেনি বসুর সঙ্গে ছাড়াছাড়িটা হয়েই গিয়েছে।

সুদীপ হাসতে-হাসতে TV9 বাংলাকে বললেন, “আমার কাছে বয়সটা কেবলই একটা নম্বরমাত্র। ওটায় কিস্সু যায় আসে না। সিরিয়ালে ১৪ বছরের গ্যাপ দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে আমার স্ত্রীর সঙ্গে আমার বয়সের ফারাক আরও বেশি। প্রায় ২৪-২৫ বছর। 

সেটা নিয়ে কী বলবেন! একটা সময় অনেক কথা শুনেছি। অনেক লোকে অনেক কথা বলেছেন। কিন্তু আমরা কেউই পাত্তা দিইনি ব্যাপারটাকে। এগুলোয় সত্যিই কিছু যায় আসে না।”

অন্য দিকে সুদীপের প্রাক্তন স্ত্রী দামিনী বেনি বসু অভিনেত্রী। তাঁর সঙ্গে যদি ভবিষ্যতে কখনও অভিনয় করার সুযোগ আসে, কী করবেন সুদীপ?

একটুও না ভেবে অভিনেতা বলেছেন, “অভিনয় করব। আমি তো পিছিয়ে আসব না। আমার সঙ্গে ব্যক্তিজীবনে যাই হয়ে থাক বেনির, আমি ওকে শিল্পী হিসেবে এবং মানুষ হিসেবে খুবই সম্মান করি। আমি তো ওর অভিনয়ের ক্লাসের ফাস্ট ব্যাচের স্টুডেন্টও।”