কতদূর পড়াশোনা করেছেন দেব?
10 September 2023
এই মুহূর্তে টলিউডের লিডিং হিরো দেব। তাঁর ব্যাপ্তি ছড়িয়ে গোটা রাজ্যে।
বাবা কাজ করতেন মুম্বইয়ে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া দেব যদিও তখনও দেব হননি
ছোটবেলা কেটেছে একেবারে সাধারণ ভাবেই। তখন তাঁর নাম ছিল অবশ্য দীপক অধিকারী।
কতদূর পড়াশোনা করেছেন দেব? জানা যায় বান্দ্রার এক স্কুলে পড়াশোনা শুরু করেন দেব।
এর পর পুনে থেকে কম্পিউটার নিয়ে ডিপ্লোমা পাশ করেন দেব। যদিও তাঁর প্রথম থেকেই ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার।
বহু ব্যর্থতার পর অবশেষে সাফল্যের মুখ দেখেন তিনি। 'আই লাভ ইউ'এর পর তাঁকে অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। ওই ছবি বক্স অফিসে মোটামুটি পারফর্ম করেছে।
এই পুজোয় দেবের ছবি 'বাঘাযতীন' মুক্তি পেতে চলেছে। পরিচালক অরুণ রায়। ছবিটি দর্শকমনে কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার।
Learn more