শ্রাবন্তী চট্টোপাধ্যায়-- খোদ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও বলেছেন বাংলা সিনেমায় সবচেয়ে সুন্দর মুখ নাকি তাঁর। একই পেশায় থাকলেও অনেকেই বলে থাকেন শ্রাবন্তী নাকি সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা।
এ হেন শ্রাবন্তী সম্প্রতি ওজন ঝরিয়েছেন বেশ কিছুটা। এর জন্য তাঁকে ভর্তি হতে হয়েছে জিমে। রয়েছে ব্যক্তিগত ট্রেনারও। তবে নিজেকে গ্ল্যামারাস রাখার জন্য জিমই শেষ কথা নয়।
এর জন্য দরকার সুন্দর জীবনযাত্রা। এ ছাড়াও যা দরকার তা হল নিয়মানুবর্তিতা ও সঠিক ডায়েট। শ্রাবন্তীও মেনে চলেন সেই ডায়েট।
সারাদিনে কী খান শ্রাবন্তী? হেলদি খাবার পছন্দ করেন তিনি। সকালের মেনুতে থাকে মেনুতে থাকে কলা, দিন সেদ্ধ, কম চর্বিযুক্ত দুধ।
দুপুরেও তাঁর পছন্দ বাড়ির খাবার। ব্রাউন রাইস, সঙ্গে স্যালাড আর গ্রিল করা মাংস অথবা মাছ দিয়েই রসনাতৃপ্তি করেন তাঁরা। ডালও কিন্তু তাঁর বেশ পছন্দের।
শ্রাবন্তীর ডায়েটে কিন্তু কলা থাকেই। কলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রণ, যা রক্তের সমস্যা দূর করতে সাহায্য করে।
মাঝে বেশ কিছুটা ওজন বেড়েছিল শ্রাবন্তীর। তা নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি তাঁকে। নানা ধরনের কুমন্তব্য উড়ে এসেছিল। যদিও শ্রাবন্তী এ সবে পাত্তা দেন না।
আপাতত তাঁর হাতে রয়েছে এক বিগবাজেট ছবি। তা হল 'দেবী চৌধুরানী'। ছবিটির পরিচালক শুভ্রজিৎ মৈত্র। ছবিটির শুটিং শুরু হবে খুব শীঘ্রই।