15 April, 2024

ভাস্বরকে ৪৯৮-এ ফাঁসিয়েছিলেন, কে প্রথম স্ত্রী? 

TV9 Bangla

credit: Pinterest

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্য়ায়। বলিউড-টলিউড, দুটি উডেই কাজ করেছেন এই সুদর্শন অভিনেতা। কিন্তু জানেন কি, ভাস্বরের দুটি বিয়েই অসফল।

খুব চেয়েছিলেন বিয়ে করে সংসারী হবেন। কিন্তু কোনও বিয়েই টিকল না অভিনেতার। এই ৪৯ বছর বয়সে এসেও তাই সঙ্গীহীন অভিনেতা....

তিনি মহানায়ক উত্তমকুমারের নাত-জামাই ছিলেন। বিয়ে করেছিলেন উত্তমকুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়কে। সেই বিয়ে টেকেনি। TV9 বাংলাকে সম্প্রতি এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ভাস্বর জানিয়েছিলেন, বিয়েটা তিনি টেকাতে চেয়েছিলেন।

নবমিতাই নাকি জোর করেছিলেন ডিভোর্সের জন্য। সেই জন্যই তাঁকে ডিভোর্স দিয়েছেন ভাস্বর। তাই তাঁকে ক্ষমাও করবেন না কোনওদিন। এছাড়া, নবমিতার প্রতি আর কোনওই নালিশ নেই ভাস্বরের...

নবমিতা ছিলেন ভাস্বরের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী তাঁকে নাকের জলে চোখের জলে করেছিলেন। অভিযুক্ত করেছিলেন ৪৯৮ ধারায়। কে ছিলেন সেই মহিলা? ভাস্বর তাঁকে অত্যন্ত ঘৃণার চোখে দেখেন...

ভাস্বর জানিয়েছেন, সেই মেয়েটির নাম প্লাবনি মুখোপাধ্য়ায়। সম্বন্ধ করে তাঁকে বিয়ে করেছিলেন ভাস্বর। মাত্র দু'মাস সংসার করেছিলেন অভিনেতা...

প্লাবনির নাকি সম্পর্ক ছিল। জোর করে ভাস্বরের সঙ্গে নাকি বিয়ে দিয়েছিল পরিবার। ভাস্বরের থেকে মুক্তি পেতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন প্লাবনি। তেমনটাই দাবী করেছেন ভাস্বর।

ভাস্বর বলেছেন, "আমাকে বললে আমি ওকে মুক্তি দিয়ে দিতাম। কিন্তু সেটা ও করেনি। আমাকে হেনস্থা করেছিল ৪৯৮ দিয়ে। আমার জীবনে একটা কালী ঢেলে দিয়েছিল। এটার জন্য আমি ওকে কোনওদিনও ক্ষমাই করব না..."