প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা টলি ‘ইন্ডাস্ট্রি’র ইন্ডাস্ট্রি। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি রাজত্ব চালিয়ে যাচ্ছেন বাংলার বিগ স্ক্রিনে। তাঁকে নিয়ে গর্বিত সকলেই।
সেই কোন যুগ থেকে শুরু করে আজকের প্রজন্ম পর্যন্ত… প্রসেনজিতের জয়যাত্রা অব্যাহত। প্রজন্ম পাল্টে গিয়েছে, কিন্তু প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিতেই। তাঁর ছবি আজও সুপারহিট
'দুটি পাতা’ থেকে শুরু করে আজকের ‘আয় খুকু আয়’… লম্বা এই যাত্রাপথে কখনও পোসেনজিৎ, কখনও প্রসেনজিৎবাবু সম্বোধন… কিন্তু তিনি সকলেরআপন। তবে অনেকের কাছেই তিনি 'বুম্বাদা'।
কিন্তু জানেন কি এ হেন সুপারস্টার কেমন ছাত্র ছিলেন? ক্যামেরার সামনে সব পরীক্ষায় ‘স্টার’ পাওয়া প্রসেনজিৎ কেমন ফল করেছিলেন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকে?
প্রসেনজিৎকে TV9 বাংলা প্রশ্ন করেছিল—সেই উত্তরও দিয়েছেন তিনি, জানিয়েছেন কেমন ছাত্র ছিলেন একদা? কেমন ফল করেছিলেন তাঁর পরীক্ষায়?
তিনি বলেন, “আমি কিন্তু লেখাপড়ায় ভাল ছিলাম। ৬০%’র চেয়ে একটু বেশি নম্বর পেয়েছিলাম।” তবেই বুঝুন ওই সময়ে দাঁড়িয়ে ৬০ শতাংশ নম্বর কিন্তু আদপে মুখের কথা নয়।
প্রসঙ্গত, এই পুজোয় প্রসেনজিতের জন্য ডাবল বোনাজা। ছবি মুক্তি পাচ্ছে তাঁর। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার'-এ দেখা যাবে তাঁকে।
ওই ছবিতে তিনি ছাড়াও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসানের মতো শিল্পী। গান গেয়েছেন রূপম ইসলাম, অনুপম রায়ের মতো গুণীরা। দর্শকমনে ছবিটি কতটা জায়গা করে নিতে পারে এখন সেটাই দেখার।