রাখী সাওয়ান্তের মতো লাগছে মধুমিতাকে'!
9 September 2023
মধুমিতা সরকারের পায়ে যেন চাকা লাগানো। তাঁর ট্রিপ কিছুতেই শেষ হচ্ছে না। কিছু দিন আগেই গিয়েছিকেন উত্তরবঙ্গে।
ফিরে এসেই তিনি চলে গিয়েছেন উত্তরাখন্ডে। নায়িকা যেন কিছুতেই থামছেন না। ঘুরেই বেড়াচ্ছেন।
উত্তরাখন্ডের কনকনে ঠাণ্ডা মধ্যে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। আর তাতেই ঘটেছে বিপত্তি।
বিনা মেকআপে ছবি শেয়ার করতেই একের পর এক কটাক্ষ নেমে এসেছে মধুমিতাকে ঘিরে।
উঠেছে প্লাস্টিক সার্জারির অভিযোগ। অনেকেরই অভিমত মুখ চোখ নাকি বেশ ফুলে গিয়েছে তাঁর
আগের সেই মিষ্টত্ব নাকি একেবারেই অনুপস্থিত। শুধু তাই নয়, নেটিজেনদের তরফে এসেছে নানা নেতিবাচক মন্তব্য।
একজন লিখেছেন, 'পুরো রাখী সাওয়ান্তের মতো দেখতে লাগছে।" আর একজনের মন্তব্য, "জেনে বুঝে নিজের বারোটা বাজিয়েছেন এভাবে!"
যদিও মধুমিতা আপাতত নিজে উপভোগ করছেন ছুটি। একের পর এক ছবি শেয়ার করে চলেছেন তিনি।
Learn more