তিনি গোটা 'ইন্ডাস্ট্রি'। যদিও এই ইন্ডাস্ট্রি তকমায় বেজায় আপত্তি রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। টলিউডের 'জ্যেষ্ঠপুত্র' তকমাতেই বেশি খুশি তিনি। ২৫ বছর পর সেই মানুষটিই কি দিতে চলেছেন নতুন চমক?
ইন্ডাস্ট্রিতে খবর কিন্তু তেমনটাই। শোনা যাচ্ছে ফের একবার পরিচালনায় ফিরতে চলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়েই মুখ খুলেছেন তিনি।
তিনি বলেন, "আমি ফের ছবির পরিচালনা করব। ইতিমধ্য়েই নতুন ছবি নিয়ে প্রস্তুতি শুরু করেছি। মানুষ আমাকে মূলত ক্য়ামেরার সামনেই দেখে এসেছে। তবে ফের ক্য়ামেরার নেপথ্যে থেকে নতুন কোনও একটা গল্প বলব।”
তবে শুধু বাংলাতেই নয়। ছবিটি নাকি প্যান ইন্ডিয়া মুক্তিরও ইচ্ছে রয়েছে তাঁরা। অর্থাৎ বাংলা ছাড়া আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে এই ছবি, সূত্র মারফৎ জানা যাচ্ছে তেমনটাই।
নায়ক কি তিনি নিজেই? নাকি নিয়ে আসবেন নতুন মুখ? টলিপাড়ার গুঞ্জন বলছে, নিজের ছেলেকে নাকি ছবিতে লঞ্চ করতে পারেন তিনি। বাবার মতো ছেলেও যে একই পথে হাঁটবেন, এ খবর এখন সকলেই জেনে গিয়েছে।
প্রসেনজিৎ যদি সত্যিই পরিচালনায় নাম লেখেন, তবে এই ছবি কিন্তু তাঁর প্রথম পরিচালিত ছবি হবে না। এর আগেও ছবি পরিচালনা করেছেন তিনি।
পরিচালক হিসাবে দুটি ছবি তৈরি করেছেন প্রসেনজিৎ। ‘পুরুষোত্তম’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এই ছবিতে অভিনয় করেছিলেন দেবশ্রী রায়। ছিলেন প্রসেনজিৎ নিজেও।
এরই পাশাপাশি ১৯৯৮ সালে মুক্তি পায় ‘আমি সেই মেয়ে’। এই ছবিটিও পরিচালনা করেছিলেন তিনি। অভিনয় করেছিলেন জয়া প্রদা, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক ও অভিষেক চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা।