'ওগো', 'শুনছো' নয়; কাঞ্চনকে এই নামে ডাকেন শ্রীময়ী?
TV9 Bangla
চলতি বছর ১৪ ফেব্রুয়ারি তিন নম্বর বিয়েটা করেছেন কাঞ্চন মল্লিক। তিনি বিয়ে করেছেন অভিনেত্রী এবং তাঁর চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টোরাজকে।
এই বিয়ের খবর সামনে আসতেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। তৃতীয় বিয়ে করার জন্য তুলোধনা করা হয়েছে কাঞ্চন এবং শ্রীময়ীকে।
সমস্ত কটাক্ষকে উপেক্ষা করে ভাল থাকার অঙ্গীকার বদ্ধ হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। ৬ মার্চ তাঁদের আইনি বিয়ে সম্পন্ন হবে। শ্রীময়ীর পছন্দেই সেজে উঠবেন কাঞ্চন। বিয়ের আয়োজন চলছে এখন।
এক সাক্ষাৎকার পর্বে বিয়ের পর মুখ খুলেছেন শ্রীময়ী। তিনি বেশ আনন্দে আছেন এই মুহূর্তে। প্রেমদিবসে নিজের ভ্যালেন্টাইনকে নিজের করে পেয়ে দারুণ খুশি অভিনেত্রী।
বলেছেন, "আমার কেরিয়ারের শুরুতেই কাঞ্চনকে পেয়েছিলাম। সেই সময় তিনি আমার সহ-অভিনেতা। আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করি তাঁর সঙ্গে।"
ধীরে-ধীরে সহ-অভিনেতা থেকে কীভাবে বন্ধবী, প্রেমিকা এবং স্ত্রী হয়ে ওঠেন সেই গল্প করেছেন শ্রীময়ী। জানিয়েছেন, কাঞ্চনকে বিয়ের পরও অভ্য়াসবশত 'দাদা' বলে ডেকে ফেলছেন শ্রীময়ী। তাতে তিনি বেশ অস্বস্তিতেও পড়ছেন।
জানিয়েছেন, স্বামীকে 'দাদা' বলে ডাকা ছাড়তে চান তিনি। এছাড়াও একটি বিশেষ নামে কাঞ্চনকে ডাকেন শ্রীময়ী। সেই ডাক কী জানেন?
সাধারণত বাঙালি স্বামী-স্ত্রীরা একে-অপরকে নাম ধরে ডাকেন না, 'ওগো', 'শুনছো' বলেই ডাকেন। কিন্তু সে সব নামে না, শ্রীময়ী কাঞ্চনকে আদর করে 'মাম্মা' বলে ডাকেন...