]সালটা ছিল ২০১৫। সেই বছর বাংলার জনপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে হঠাৎ করে বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
একই ধারাবাহিকে অভিনয় করতেন তাঁরা। সেখান থেকেই তাঁদের পরিচয়। কেরিয়ার পিক টাইমেই সৌরভকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন মধুমিতা।
তখন যদিও তিনি নেহাতই ছোট। সবে শুরু করেছেন কেরিয়ার।তবে বিয়ের কিছু বছরের মধ্যেই মধুমিতা ও সৌরভের সম্পর্কের অবনতির কথা সামনে আসে।
এমনকি প্রকাশ্যে আসে বধু নির্যাতনের অভিযোগও। শোনা যায় মধুমিতাকে নাকি সৌরভ মারধরও করে থাকেন। এ সব নিয়েই যখন চলছিল বিস্তর আলোচনা, ঠিক তখনই সামনে আসে আসল সত্যিটা।
আলাদাই হয়ে যান তাঁরা। মন ভাঙে তাঁদের আপামর ভক্তদের। সে যাই হোক, এখনও দু'জন দু'জনকে এড়িয়েই চলেন। এক সঙ্গে কাজও করতে দেখা যায় না তাঁদের।
বেশ কিছু সময় আগে এক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছিলেব বিয়ে নিয়ে আফসোসের কথা। জানিয়েছিলেন বড্ড তাড়াহুড়ো করেই বিয়ে করেছিলেন তাঁরা।
সে সময় দু'জনেই ছিলেন অপরিণত। তবে সময়ের সঙ্গে সঙ্গে দু;জনেই বুঝতে পারেন প্রেম থাকলেও ছিল না বোঝাপড়া।
এই মুহূর্তে নিজেকে সিঙ্গলই দাবি করেন মধুমিতা। অন্যদিকে সৌরভও সিঙ্গল। তবে মধুমিতা চান প্রেমে পড়তে, চান ভালবাসতে।