ইদানিং ফিল্মি পার্টিতে খুব একটা দেখা যায় না তাঁকে। নিজেকে আড়ালেই রাখেন মধুমিতা সরকার। তবে আড়ালে রাখলেও তাঁর হট ফটোশুট নিয়ে ইদানিং খুব চর্চা।
টলিপাড়ার পরিচিত ছবিওয়ালা তথাগত ঘোষ, যিনি একদা ছিলেন প্রিয়াঙ্কা সরকারের ‘বিশেষ বন্ধু’। আধখোলা পোশাকে, সবজে বিকিনি– এভাবেই তথাগতের লেন্সে ধরা দিলেন তিনি।
তাঁর ক্লিভেজ স্পষ্ট। পাখীর এক অন্য রূপ! বোল্ড অবতারে তাঁকে দেখে অবাক ভক্তরা। এসেছে নানা ধরনের মন্তব্য। তাঁর ওই ফটোশুটকে কেন্দ্র করে হচ্ছে নানা সমালোচনা।
অনেকেই লিখেছেন, "তোমার কাছ থেকে এ হেন ছবি আশা করিনি। একরাশ ধিক্কার।” এখানেই শেষ নয়, এসেছে নানা ধরনের যৌনইঙ্গিত পূর্ণ মন্তব্যও।
প্রসঙ্গত, কিছু দিন ধরেই টলিপাড়ায় রটেছে মধুমিতা ব্রেস্ট সার্জারি করেছেন। তাঁর স্তনের আকার নিয়েও চলছে আলোচনা। যদিও এই সব আলোচনা থেকে নিজেকে সরিয়েই রেখেছেন তিনি।
এর আগে বাইরে ঘুরতে গিয়ে ‘মহাকাল’ লেখা পোশাক ঝর্ণার জল গায়ে মেখে ছবি পোস্ট করতে দেখা গিয়েছিল মধুমিতাকে। সেই ছবিতেও এসেছিল নানা কুমন্তব্য।
সে বার অবশ্য চুপ করে থাকেননি মধুমিতা করেছিলেন প্রতিবাদ। লিখেছিলেন, যে বা যারা এই ভিডিয়োতে যৌনসুখ খুঁজে বেড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে আমার কিছুই বলার নেই।"
একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন কর্মফল নিয়েও। যে বা যারা এই ধরনের মন্তব্য করছেন তার ফল যে ভাল হবে না তাও বুঝিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।