09 MAY, 2024

মুনমুনের বিয়েতে কোন দায়িত্বে ছিলেন উত্তমকুমার?

TV9 Bangla

credit: Social Media

ত্রিপুরার রাজ-পরিবারে মেয়ে মুনমুন সেনের বিয়ের সম্বন্ধ করেছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। বিয়ে ঠিক করেছিলেন রাজ পরিবারের রাজপুত্র ভরত দেব বর্মার সঙ্গে। 

সেই বিয়েটাকে কেন্দ্র করে প্রচুর কৌতূহল তৈরি হয়েছিল দর্শকের মনে। সেই বিয়েতে কি যাবেন উত্তমকুমার? তাঁকে দেখা যাবে কোন ভূমিকায়, তা জানার জন্য আগ্রহী ছিলেন উত্তম-সুচিত্রা অগুনতি অনুরাগী। 

জানেন মুনমুন সেনের বিয়েতে ঠিক কোনও ভূমিকা পালন করেছিলেন উত্তম? কেবল উপস্থিত থাকা নয়, মুনমুনের বিয়েতে কিছু দায়িত্বও পালন করেছিলেন উত্তমকুমার। 

মুনমুন তাঁর নায়িকা সুচিত্রার এক মাত্র কন্যা। সেই কন্যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সুচিত্রা। মেয়ের বিয়েটাও ঠিক করেছিলেন রাজপরিবারেই।

মেয়ের বিয়েতে গোটা টলিউডকে আমন্ত্রণ জানিয়েছিলেন সুচিত্রা। সেই বিয়েতে প্রায় কনেকর্তারই ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল উত্তমকুমারকে। তিনি নিজে হাতে অতিথি আপ্যায়ন করেছিলেন।

এই কাজটায় আগে থেকেই পারদর্শী ছিলেন উত্তম। তাঁর অতিথি আপ্যায়নের অনেক কথাই জানে উত্তমের অনুগামীরা। মহানায়িকার কন্যা মুনমুনের মেয়ের বিয়েতে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছিলেন উত্তমকুমার। 

কেবল তাই নয়, সুচিত্রার সঙ্গে নাকি বাসরে ডুয়েট গানও গেয়েছিলেন উত্তম। আরও এক ব্যক্তিকে মুনমুনের বিয়েতে দায়িত্ব পালন করতে দেখা যায়। 

তিনিও রাজপরিবারের রাজরানী গায়েত্রীদেবী। অসামান্য সৌন্দর্যের অধিকারিনী গায়েত্রীদেবী সম্পর্কে ছিলেন মুনমুনের মাসি শাশুড়ি। তিনি সারাটাক্ষণই ছিলেন সুচিত্রার পাশে।