দু'জনেই টলিপাড়ার প্রথম সারির নায়িকা। কথা হচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর। এবার শ্রাবন্তীকেই নতুন নাম দিলেন মিমি।
তাঁর ছবি দেখে মুগ্ধ হয়ে কী নামে ডাকলেন তাঁকে জানেন? কিছু দিন আগেই তাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে গিয়েছিলেন তাঁর ছেলে ও ছেলের প্রেমিকা।
ঘোরা হয়ে গেলেও ট্রিপের হ্যাংওভার কিছুতেই কাটছে না তাঁর। এবার সেখান থেকেই সাদা বিকিনিতে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। যা দেখে মুগ্ধ সকলেই।
একই সঙ্গে মুগ্ধ মিমি চক্রবর্তীও। লেখেন, "ভেকে অর্থাৎ ভেকেশন গোলস"। একই সঙ্গে শ্রাবন্তীকে আদর করে ডাকেন 'মামনি'। দুই নায়িকার মিষ্টি সম্পর্ক নজর এড়ায়নি নেটিজেনদেরও।
সে যাই হোক, আগের থেকে অনেকটাই ওজন ঝরিয়েছেন শ্রাবন্তী। আগামী ছবির জন্য পুরোদমে লেগে পড়েছেন ফিটনেসে। তাঁর আগামী ছবি 'দেবী চৌধুরানী'।
সেখানে দেখা যাবে তাঁকে নাম ভূমিকায়। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র।
ওই ছবির জন্য চুটিয়ে কসরৎ করতে দেখা গিয়েছে তাঁকে। শিখেছেন অসিচালনা। একই সঙ্গে ঘোড়ায় চড়াও শিখতে হয়েছে তাঁকে।
সর্বভারতীয় ছবি হতে চলেছে এটি। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। কতটা নিজেকে প্রমাণ করতে পারেন শ্রাবন্তী, এখন সেটাই দেখার।