মনামী ঘোষ, বয়স ৪০ ছুঁইছুঁই। তবু তাঁকে দেখলে ষোড়শী ভেবে ভুলও করতে পারেন আপনি। কেন বয়স বাড়ে না তাঁর? সারাদিনে কী খান তিনি? এ নিয়ে প্রশ্ন হাজারও।
তাঁর সারাদিনের রুটিন কী? এ নিয়ে টিভিনাইন বাংলাকে মনামী বলেন, "জিম থেকেই আমায় একটি ডায়েট দেওয়া হয়েছিল। কোনও কার্বোহাইড্রেট থাকবে না। সেটা দেড়মাস মেনে চলেছি আমি।"
কষ্ট করতে হয়েছে তাঁকেও। মনামীর কথায়, "সকলে পাশে বসে বাগদা-গলদা খেয়েছে, আমি শুধুই প্রোটিন খেয়ে থেকেছি। সেটা সত্যিই কষ্টের।" তবে সব সময় এমনটা করেন না তিনি।
মিউজিক ভিডিয়ো শুটের আগে এমনটা করলেও এমনিতে তিনি বেশ খাদ্যরসিক। তিনি যোগ করেন, "আমি খেতে বেশ ভালবাসি। যদি কোথাও বেড়াতে যাই, দেখবে একদম ডায়েটের বাইরে বেরিয়ে খাই। সেখানকার লোকাল খাবার খাই"
আর ছুটির দিনে নায়িকার চাই মায়ের হাতে তৈরি নানা ধরনের সুস্বাদু খাবার। তাঁর বক্তব্য, " ছুটির দিনে মায়ের হাতের বিরিয়ানি চাই-ই চাই। বা বিভিন্ন অনুষ্ঠানে মনে ভরে খাওয়া, সবই করি আমি।
তবে শুধু খাওয়াদাওয়াই, তিনি কিন্তু পাক্কা ফ্যশানিস্তা। যেভাবে পোশাক তিনি ক্যারি করেন তা শিখতে হয়। তাঁর কাছে ফ্যাশনের খারাপ-ভালর সংজ্ঞাটা ঠিক কেমন?
তাঁর উত্তর, "যিনি ভালবেসে যেটা পরেন আমি মনে করি সেটাই তাঁর কাছে ফ্যাশন। ফ্যাশন খারাপ ভাল তুমি আমি আমরা স্থির করি। আমাদের সমাজ ঠিক করে দেয়।"
যোগ করেন, "আমরা যাঁরা তাঁদের দেখে মন্তব্য করে বসি, যে খুব ভাল লাগছে, বা এটা না পরলেও পারতে। সত্যি বলতে এটা ব্যক্তিবিশেষে নির্ভর করে। তাই আমি মনে করি খারাপ ফ্যাশন বলে কিছুই হয় না।"