rachna banerjee (4)

07 January 2024

মেকআপ ছাড়া কেমন দেখতে রচনাকে? 

Credit -  X

TV9 Bangla

image
rachna banerjee (3)

রচনা বন্দ্যোপাধ্যায় কে, কে না চেনেন? শুধু বাংলাতেই নয়, ওড়িশার সিনেমা ইন্ডাস্ট্রিতেও তিনি পরিচিত।

rachna banerjee (5)

এ হেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ভক্তসংখ্যা নেহাত কম নয়। এক সময় তাঁর রূপে মুগ্ধ ছিল তামাম দুনিয়া।

rachna banerjee (6)

শুধু এক সময়ই বা কেন? বয়স ৫০ ছুঁলেও আজও তিনি এভারগ্রীন। মেকআপ ছাড়াও তাই লাইভে আসতে কুণ্ঠাবোধ করেন না তিনি।

এই প্রতিবেদনে দেখে নিন মেকআপ ছাড়া কেমন দেখতে রচনা বন্দ্যোপাধ্যায়কে? তাঁর হাসির তুলনা নেই।

মেকআপ ছাড়াও তিনি একই রকম আকর্ষণীয়। অন্তত তাঁর ভক্তদের দাবি কিন্তু তেমনটাই। ১৯৯৪ সালে ঘটে যায় রচনার জীবনে এক ঘটনা।

মিস ক্যালকাটা প্রতিযোগিতায় অংশ নেন তিনি। শুধু অংশই নয়, ওই প্রতিযোগিতাতে বিজয়ীও হন রচনা। তবে তাঁর নাম কিন্তু সে সময় ছিল অন্য

রচনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ঝুমঝুম। পরবর্তীকালে সুখেন দাসের প্রস্তাবে নিজের নাম রচনা করেন তিনি।

এই নামেই এখন পরিচিত তিনি। তাঁর যদিও আরও এক নাম রয়েছে, যা অর্জিত, তা হল 'দিদি নম্বর ওয়ান'।