কোয়েল বদভ্যাসের কথা ফাঁস বাবার? 

1 September 2023

ইন্ডাস্ট্রিতে ভাল মেয়ের তকমা বহু আগেই পেয়েছেন কোয়েল মল্লিক। তাঁর ভক্ত সংখ্যা আকাশ ছোঁয়া।

এ হেন কোয়েলকে নিয়ে এক সিক্রেট ফাঁস করে দিলেন বাবা রঞ্জিত মল্লিক। জানালেন মেয়ের এক বদভ্যাসের কথা।

কী সেই খারাপ অভ্যেস জানেন? এক টক শো-য়ে এসে কিছু বছর আগে তা জানিয়েছিলেন রঞ্জিত মল্লিক।

অভিনেতা জানান, কোয়েল খুব দেরি করেন। আর এই জিনিসটাই ভাল লাগে না তাঁর। যদিও মেয়ের পাশে দাঁড়ান তিনি। 

বলেন যে কোয়েলের এই অভ্যেস এসেছে তাঁরে মায়ের থেকেই। এমনিতে বেজায় গর্ব অনুভব করেন রঞ্জিত।

এই মুহূর্তে ঘর ও সংসার নিয়ে বেজায় ব্যস্ত কোয়েল। তাঁর ছেলে কবীর এখনও বেশ ছোট। যদিও এই পুজোতেই কোয়েল ভক্তদের জন্য মিলতে চলেছে সুখবর। 

আসছে মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির আরও একটি ছবি। বহুদিন পর কোয়েলকে পর্দায় দেখার জন্য উৎসুক হয়ে আছেন তাঁর ভক্তরা।

তবে শুধু কোয়েলের ছবিই নয়, এই পুজোতে আসছে দেব ও সৃজিতের ছবিও। সব মিলিয়ে এগিয়ে থাকেন কে, এখন সেটাই দেখার।