4 January 2024

রাখী গুলজারের সঙ্গে অভিনয় করবেন শ্রুতি! 

credit: istock

TV9 Bangla

কাটোয়া থেকে টলিউড-- জার্নিটা সহজ ছিল না অভিনেত্রী শ্রুতি দাসের। তিনি এসেছেন, কষ্ট করেছেন। জয় করেছেন সকলের মন।

ব্যাপারটা মোটেও সহজ ছিল না শ্রুতির কাছে। 'ত্রিনয়নী' ধারাবাহিকের মধ্যে দিয়ে ডেবিউ হয় তাঁর।

ওই ধারাবাহিক বেশ হিট হয়েছিল। এর পর আরও দু'টি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। 'দেশের মাটি' ও 'রাঙাবউ'। 

যার মধ্যে রাঙা বউ বেশি হিট হয়েছিল। এবার শ্রুতির ভাগ্যে নতুন শিকে ছিঁড়েছে। আর ছোট পর্দায় গন্ডি আটকে নেই। 

বড় পর্দাতেও কাজ করতে চলেছেন তিনি। শুধু কি তাই? প্রথম ছবিতে তিনি কাজ করতে চলেছেন রাখী গুলজারের সঙ্গে। 

পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা। ওই ছবিতে অভিনয় করবেন শিবপ্রসাদ নিজেও। ছবির জন্য এ দিন শহরে এসেছেন রাখী।

অফার পেয়ে কেঁদে ফেলেছিলেন শ্রুতি। এত বড় ব্রেক এ যে সত্যই ভাগ্যের ব্যাপার

ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। রাখী ও শ্রাবন্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে শ্রুতিকে