30 October 2023
শ্রাবন্তী সেলেনোফিল, কী অর্থ এই শব্দের?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাঁকে নিয়ে কৌতুহলের সীমা নেই, এ হেন শ্রাবন্তী থাকেন কলকাতার এক সাতমহলা আবাসনে। যে আবাসনের রাত নামলে ঘরে উঁকি দেয় কে জানেন?
আর কেউ নন চাঁদমামা। হঠাৎ তার কথা উঠলো কেন? কারণ একটাই। শ্রাবন্তী সেলেনোফিল। অর্থাৎ তিনি চাঁদপ্রেমী। ভালবাসেন চাঁদের আলো।
রাত নামলে যখন শহর নিঝুম হয়, যখন চাঁদের আলো এসে পড়ে তাঁর বিছানায় তখন অদ্ভুত ভাল লাগা কাজ করে শ্রাবন্তীর। ওই সময়টা তাঁর নিজের।
একা শুয়ে গান শোনেন কখনও। তাঁর সবচেয়ে পছন্দের গান 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'। চাঁদ তাঁকে ভাসিয়ে নিয়ে যায় এক আলাদা মাদকতায়।
যে ভাল লাগার সাক্ষী থাকেন শুধু তিনি আর অন্ধকার নীরবতা। শ্রাবন্তী খুব বোকা, তাঁর কাছের মানুষেরা বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করে থাকেন এমনটাই।
তা নিয়ে অবশ্য আক্ষেপ নেই শ্রাবন্তী। তিনি তাঁর মতো-- আর সেটাই তাঁর কাছে সবচেয়ে বেশি দামি। ট্রোলিং তাঁর জীবনে নতুন কোনও বিষয় নয়।
তাঁর যুক্তি, "আমাকে ‘ইমোশনাল ফুল’ বলা যেতেই পারে। শিল্পীরা আবেগপ্রবণ হয়, তবে আমি একটু বেশি।" ইন্ডাস্ট্রি তাঁকে মজা করে সারদা মা-ও বলে থাকে।
কারণ একটাই তাঁর নাকি দয়ার শরীর, সে যাই হোক, আপাতত দম ফেলার ফুরসৎ নেই নায়িকার। হাতে রয়েছে একগুচ্ছ কাজ।
আরও পড়ুন-