\শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে কম আলোচনা হয় না। তাঁর ভক্তসংখ্যা আকাশ ছোঁয়া। একই সঙ্গে তাঁকে ঘিরে গসিপের সংখ্যাও নেহাত কম নয়।
তাঁর কাজের থেকেও ব্যক্তিগত জীবন, প্রেম ভাঙা-গড়া নিয়ে চলে আলোচনা। এ হেন শ্রাবন্তীরই একবার এক মন্তব্য নিয়ে ওঠে সমালোচনার ঝড়।
একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে তাঁর। অভিনেতা দেবশঙ্কর হালদারের জনপ্রিয় টক শোয়ে বাবাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই ছোটবেলার নানা কথা শেয়ার করে নিচ্ছিলেন তিনি।
শ্রাবন্তীর বাবা-মায়ের ছোট থেকেই ইচ্ছে ছিল তাঁদের সন্তান অভিনেত্রী হবেন। ছোট থেকেই বেজায় দুষ্টু ছিলেন শ্রাবন্তী। এ জন্য মার কাছে মারও খেতে হয়েছে বহুবার।
শ্রাবন্তী জানান, তাঁর বাবা ছিলেন সুদর্শন। থিয়েটার করতেন নিয়মিত। ছোটবেলা থেকে বাবাকেই আদর্শ পুরুষ হিসেবে মনে করতেন শ্রাবন্তী।
ঘরের দেওয়ালের দাগ একটি সাধারণ সমস্যা। অনেকের বাড়িতেই দেওয়ালে দাগ দেখা যায়। যা মোটেই ভাল দেখায় না। এই দাগ থেকে কীভাবে মুক্তি পাবেন জানা আছে?
এখানেই শেষ নয়, বাবাকে বিয়েও করতে চাইতেন তিনি। তাঁর চোখে বাবাই যে ছিলেন সবার চেয়ে সেরা। মেয়ের ছেলেমানুষি উপভোগ করতে বাবাও। বলতেন, 'বড় হও দেখা যাবে'।
বড় হওয়ার পর যদিও ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার সম্মুখীন হতে হয়েছে শ্রাবন্তীকে। বারেবারে বিয়ে ভেঙেছে তাঁর। খুব ছোট বয়সে বিয়ে করেন শ্রাবন্তী।
পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন প্রথমে। দীর্ঘদিন রাজীবের সঙ্গে সংসারও করেন শ্রাবন্তী। যদিও ছেলের জন্মের কিছু বছর পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।