টলি-অভিনেত্রী কোয়েল ভবানীপুরের মল্লিক পরিবারের কন্যা। তাঁর বাবা রঞ্জিত মল্লিক কিংবদন্তি অভিনেতা। ছোট থেকেই লেখাপড়ায় ভাল কোয়েল।
অভিনয় পেশায় না এলে নিঃসন্দেহেই লেখাপড়া নিয়ে থাকতেন কোয়েল। বাংলা বাণিজ্যিক ছবির হাত ধরে রুপোলি পর্দার জীবন শুরু করেন কোয়েল।
বরাবরই নিজেকে খুব যোগ্য হিসেবে প্রমাণ করেছেন কোয়েল। তিনি যোগ্য সন্তান, যোগ্য স্ত্রী, যোগ্য মা এবং যোগ্য অভিনেত্রী।
তবে এমন কিছু কি আছে, যাঁর জন্য নিজেকে অযোগ্য মনে করেন কোয়েল? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর ‘অযোগ্য’ ছবির প্রিমিয়ারে এসে সেই প্রশ্নেরই জবাব দিয়েছেন কোয়েল।
কোয়েল মল্লিক বলেছেন, “অবশ্যই আমি একটা কাজের জন্য নিজেকে ভীষণই অযোগ্য মনে করেছিলাম। সেই ছোটবেলার কথা। নাটকে বাঁদরের ভূমিকায় অভিনয় করেছিলাম আমি।"
বলেন, "...এবং সেই ভূমিকায় অভিনয় করতে গিয়ে নিজেকে খুবই অযোগ্য বলে মনে হয়েছিল আমার।”
কোয়েল মল্লিকের বিয়ে হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে। তাঁদের পুত্রসন্তান কবীর। সে এখন অনেকটাই বড়।
দাদু রঞ্জিত মল্লিকের সঙ্গে নাতি কবীরের দারুণ সম্পর্ক। নাতি সম্পর্কে অভিনেতা বলেছিলেন, “নাতি আমার জীবন। আমরা একে-অপরকে গুরু বলে ডাকি।”