ঋ, ঋতুপর্ণা নয়, এই বিশেষ নামে অভিনেত্রীকে ডাকতেন মা
TV9 Bangla
credit: Social Media
ঋ-কে তাঁর মা ডাকতেন পায়েল নামে। কিন্তু অভিনেত্রীর সেই ডাক নামটা একেবারেই পছন্দ নয়। ফলে সেটিকে তিনি স্ক্রিন নেম করেননি।
ঋ TV9 বাংলা ডিজিটালকে বলেছেন, "আমার এক দিদি আছে, ওর নাম নূপুর। তাই মা আমাকে পায়েল বলে ডাকতেন..."
সেই নামটা যে তাঁর পছন্দ নয়, সেটাও জানিয়েছিলেন ঋ। ঋ-এর মা আর নেই এই পৃথিবীতে। ফলে পায়েল নামে ডাকার লোকটাও নেই। সেই কথাটা তিনি খুবই দুঃখ করে বলেছেন...
মায়ের মৃত্যুর পর ভীষণ একা হয়ে গিয়েছেন ঋ। তিনি বিয়ে করেননি। ফলে সংসারে মানুষ বলতে তিনি একা।
তাঁর এই একান্ত যাপন ভালই কাটাচ্ছেন ঋ। জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী...
অভিনেত্রী জানিয়েছেন, একা থাকতে ভাল লাগে তাঁর। কিন্তু মাঝেমধ্যে একাকিত্ব খুবই গ্রাস করে তাঁকে।
ঋ সঙ্গী চান। কিন্তু তিনি বুঝে উঠতে পারেন না, সেই ব্যক্তি তাঁকে প্রাণ ঢেলে ভালবাসবেন কি না। কমিটমেন্টে তাঁর কোনও ভীতি নেই। সম্পর্কে সততা না পেলে তিনি ভালবাসতে পারেন না।