28 June,  2024

TV9 Bangla

credit: Social Media

ভাইফোঁটা দেওয়া ছেলেটার সঙ্গেই ডেটে যেতেন ইন্দ্রাণী!

ইন্দ্রাণী হালদার। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক অভিনেত্রী। ঋতুপর্ণা ঘোষের ‘দহন’ ছবিতে এক ধর্ষিতার চরিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। তাঁর অভিনয় সমাদৃত হয়েছিল বহু ফেস্টিভ্যালে। 

৯০-এর দশকের বাংলা বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছিলেন ইন্দ্রাণী। সিরিয়ালেও অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। তিনিই ‘গোয়েন্দা গিন্নি’, তিনিই ‘শ্রীময়ী’।

সিরিয়াস চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী কিন্তু ব্যক্তিজীবনে দারুণ মজার একজন মানুষ। ইন্দ্রাণীর সঙ্গে গল্প করলেই তাঁর ভিতর থেকে বেরিয়ে পড়ে এক কিশোরী।

যে কিশোরী অবলীলায় বলতে পারেন, “আমি স্বামীকে জানিয়েই প্রেম করি। আমার মন ভাঙলে স্বামীর কাঁধে মাথা রেখেই কাঁদি অনর্গল। স্বামী বলেন, ‘বলেছিলাম তোমাকে ওকে ভাল না বাসতে, এখন দেখলে তো’।”

চিরতরুণ একটি মন আজও নিজের মধ্য়ে লালন করে চলেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। একবার TV9 বাংলার কাছে বেশ কিছু না-বলা কথা ব্যক্ত করেছিলেন অভিনেত্রী। 

জানিয়েছিলেন তাঁর ছোটবেলার প্রেমের কথা, বাবার কথা। অভিনেত্রীর বাবা নাকি তাঁকে অজস্র প্রেম করতে উৎসাহ দিতেন। বলতেন, “এত প্রেম করবি যে হাতের কড় গুণে শেষ হয়ে যাবে, কিন্তু তোর প্রেমিকের সংখ্যা কমবে না।”

ছোট থেকেই সুন্দরী ইন্দ্রাণী। তাঁর কাছে মুঠোমুঠো প্রেম প্রস্তাব আসত। পাড়ার দাদা, বান্ধবীর দাদা, টিউশনের সহপাঠী–ইন্দ্রাণীকে সকলেই ভালবাসতেন। অনেকে সাহস করে প্রেমপত্রটাও দিতেন। 

সেই প্রেমপ্রস্তাব নিয়ে কী করতেন ইন্দ্রাণী? সকলকেই পাত্তা দিতেন? নাকি কিছু প্রেমের পাতা কেটে দিতেন নিজের হাতেই? কাউকে-কাউকে পাত্তা দেবেন না বলে বাড়িতে ডেকে ভাইফোঁটাও দিয়ে দিয়েছিলেন ইন্দ্রাণী।

কিন্তু পরবর্তীকালে ভাইফোঁটা দিয়েও প্রেম করেছেন কারও-কারও সঙ্গে। ইন্দ্রাণী TV9 বাংলাকে অকপট বলেছিলেন, “আমাকে সরাসরি এসে কেউ প্রেমের কথা বলত না। যাঁকে পাত্তা দেওয়ার হয় দিয়েই দিতাম। যাঁকে পাত্তা দেওয়ার হয় না, ভাইফোঁটায় নেমন্তন্ন করে দিতাম।" 

তিনি আরও বলেন, "এই প্র্যাকটিসটা ছোট কিন্তু আমার থেকেই। তবে ছোটবেলায় যাঁকে ভাইফোঁটা দিয়েছি, তাঁর সঙ্গেও হাত ধরাধরি করে ঘুরেছি। এসব ক্ষেত্রে বাঁ হাতে ভাইফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতাম।”