16 January 2024

কে ছিলেন পরমব্রতর প্রথম বিশেষ বান্ধবী?

TV9 Bangla

Credits: Facebook

সম্প্রতি নিজের আইবুড়ো নাম ঘুঁচিয়েছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্য়ায়। বিয়ে করে সংসারী হয়েছেন তিনি।

এই পরমব্রতর সঙ্গে একাধিকবার নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর। কিন্তু জানেননি, কে ছিলেন ইন্ডাস্ট্রতিতে তাঁর প্রথম বিশেষ বান্ধবী?

সেই অভিনেত্রীর নাম মনামী ঘোষ। ইন্ডাস্ট্রিতে প্রায় একসঙ্গে কাজ শুরু করেছিলেন পরম-মনামী। অল্প সময়ের মধ্যেই ভাব জমে তাঁদের মধ্যে।

বহু সিনেমা এবং টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন মনামী পরমব্রত। তাঁদের কাস্ট করা হয় জুটি হিসেবে।

একসঙ্গে কাজ করতে-করতেই বন্ধুত্ব তৈরি হয় পরমব্রত-মনামীর মধ্যে। এতটাই গভীর ছিল সেই বন্ধুত্ব যে, অনেকে ভাবতেন তাঁদের মাঝে প্রেম আছে। 

অনেকে এটাও ভেবে নিয়েছিলেন তাঁরা বিয়ে করবেন। যদিও সে ব্যাপারে কোনওদিনও মুখ খোলেননি পরম-মনামী।

কিন্তু যতই যাই হোক না, কেন পরম-মনামীর বন্ধুত্ব আজও অটুট। ২০২৩ সালেই একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন এই দুই বাঙালি তারকা।

এই দুই তারকাই তারুণ্যে ভরপুর। পরমব্রতকে দেখে বোঝা যায় না তাঁর আসল বয়স।এবং মনামীকে এখনও সুইট সিক্সটিন বলা হয়।