13 September 2023
ফের ভূতের চরিত্রে পরান
নানা স্বাদের চরিত্রে অভিনয় করে বরাবরই দর্শকের মন জয় করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।
এবার ফের তাঁকে দেখা যাবে একটি ভূতের চরিত্রে। আর আগে তাঁকে ভূতের চরিত্রে দেখা গিয়েছিল।
পরিচালক অনীক দত্তের কাল্ট ছবি 'ভূতের ভবিষ্য়ত'-এ অভিনয় করেছিলেন জমিদার দর্পনায়ারণ চৌধুরীর চরিত্রে।
এবার তাঁকে দেখা যাবে নতুন পরিচালক সূর্য ভট্টাচার্যর প্রথম ছবি 'সাহেব রাজার বাড়ি'তে।
ছোটদের এই ছবিতে সাহেব রাজা, অর্থাৎ বিভূতিনারায়ণ চৌধুরীর চরিত্রেই পরান। সে একজন ভূত।
পরিচালক মনে করেন, পরান বন্দ্যোপাধ্যায়কে ছাড়া এই চরিত্র কিছুতেই হত না।
পরান বন্দ্যোপাধ্যায়ও এই চরিত্রটি করে যার পর নাই দারুণ খুশি হয়েছেন।
শুটিং শেষ হয়েছে ছবির। এই মুহূর্তে চলছে পোস্ট প্রোডাকশনের কাজও। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবি।
আরও পড়ুন