শাহরুখ খান। তাঁকে বলা হয় রোম্যান্টিসিজ়মের পোস্টার বয়। তাঁর প্রেমে অগুনতি নারী। সারা দেশেই ছড়িয়ে আছে তাঁর গুণমুগ্ধ মহিলাভক্ত। কেবল ভারতে নয়, বিদেশেও রয়েছে শাহরুখের অনুরাগী।
অস্ট্রেলিয়াতে এক বৃদ্ধা প্রত্যেক বছর তাঁর নামে চাঁদে জমি কিনে রাখেন। এমন নিদর্শনও আছে। কিন্তু জানেন কি, কলকাতাতেই রয়েছে শাহরুখের প্রাক্তন প্রেমিকা।
তিনি আবার পেশায় একজন অভিনেত্রী। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন শাহরুখের সেই প্রাক্তনী। কে তিনি? কোথায় থাকেন?
ইদানিং শাহরুখের উপর বেশ রাগ হয়েছে তাঁর সেই প্রাক্তন প্রেমিকার। এক ইউটিউবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের মুখে স্বীকার করে নিয়েছেন, “আমি শাহরুখের প্রাক্তন প্রেমিকা। কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর সঙ্গে আমার দেখা হয়।"
শাহরুখ খানের সেই প্রেমিকা অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তরুণ মজুমদারের ছবি ‘আলো’তে। আন্নাকালীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মঞ্চে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ধারাবাহিক চুটিয়ে অভিনয় করেন। সিনেমার পর্দায় তাঁকে জাদরেল কিংবা মজার চরিত্রেই দেখা যায় মূলত। সেই অভিনেত্রীর নাম মানসী সিনহা। শাহরুখের দারুণ ভক্ত তিনি।
শুধু ভক্ত বললে ভুল বলা হবে মানসীকে। শাহরুখকে মন থেকে ভালবাসেন মানসী। নিজেকে তাঁর প্রেমিকার জায়গায় বসিয়েছেন এই অভিনেত্রী। শাহরুখ কি জানেন তাঁর প্রেমিকা সম্পর্কে দু-চার কথা?