২ মার্চ ফের একবার সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের 'চর্চিত' প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে।
কে শ্রীময়ী চট্টরাজ? তিনি বাংলা সিরিয়ালের এক অভিনেত্রী। মূলত খলনায়িকার চরিত্রেই অভিনয় করেছেন। এই শ্রীময়ী কাঞ্চনের চেয়ে বছর ২৬-এর ছোট।
বয়সের এতখানি ব্য়বধানে বিয়ে করেছেন বলে অসম্ভব ট্রোল্ড হয়েছেন শ্রীময়ী এবং কাঞ্চন। কিন্তু TV9 বাংলাকে কাঞ্চন বলেছেন, "সো হোয়াট!"
এই কাঞ্চনের আগে দুটি বিয়ে ছিল। দুটোই ভেঙে গিয়েছে। একটি বিয়ে তিনি করেছিলেন অনিন্দিতা দাসকে। একটি পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। দু'জনই অভিনেত্রী। দুটোর একটি বিয়েও টেকেনি কাঞ্চনের।
তার মধ্যে কাঞ্চন বাবা-মাহীন একজন মানুষ। সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন একটা সময়। মদের নেশায় ডুবে থাকতেন। হতাশা থাকতেন। তাঁকে সেই হতাশা থেকে টেনে বের করেছিলেন এই মেয়েটিই, যাঁর নাম শ্রীময়ী চট্টরাজ।
শ্রীময়ীকে নিজের জীবনে 'পরশপাথর' মনে করেন কাঞ্চন। তাঁর স্নেহের ছোঁয়াতেই নতুন ভাবে বেঁচে উঠেছেন কাঞ্চন। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি স্বীকার করে নিয়েছেন, "কেউ যখন পাশে ছিলেন না এই শ্রীময়ীই ছিলেন দুঃসময়ের সঙ্গী।"
TV9 বাংলাকে সেই একান্ত সাক্ষাৎকারে কাঞ্চন বলেছেন, "আমি অ্যালকোহলিক হয়ে গিয়েছিলাম। সেই সময় শ্রীময়ী আমাকে বলেছিল, ‘তোমাকে বাঁচতে হবে। তুমি তো একটা দু’টো মানুষের জন্য বাঁচো না।"
বলেছিলেন, "আমার সেই সময় ওর কথাগুলো বেদবাক্যের মতো মনে হয়েছিল। আমি হতাশা-অ্যালকোহল থেকে বেরিয়ে এসেছিলাম। নিজের জীবনটাকেই সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সেই সময়।"