মুনমুন সেনের প্রিয় কাজ ছবি আঁকা। দারুণ ভাল ছবি আঁকেন তিনি। পরিতোষ সেনের কাছে ছবি আঁকা শিখতে চেয়েছিলেন।
নানা কারণে মুনমুনের সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে তিনি ছবি আঁকা শিখতে গিয়েছিলেন যামিনী রায়ের কাছে। মুনমুনের বাবা দিবানাথ সেন ছিলেন যামিনী রায়ের বন্ধু।
ফলে তাঁর কাছে ছবি আঁকতে যাওয়াটা কোনও ব্যাপারই ছিল না মুনমুনের কাছে। কিন্তু এ কী! অল্প কয়েকদিন ক্লাস করে যামিনী রায়ের কাছে ছবি আঁকা বন্ধ করলেন মুনমুন।
এর বিচিত্র কারণ অভিনেত্রী জানিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষকে তাঁর সঞ্চালিত টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে। ঋতুপর্ণ ঘোষের ছবিতে কন্যা রাইমার জন্য শাড়ি বেছে দিতে মুনমুন।
অভিনেত্রীর মধ্যে এই শৈল্পিকতা দেখে ঋতুপর্ণ খুবই অবাক হতেন। টক শোতে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন ঋতুপর্ণ।
মুনমুনকে বলেছিলেন, “তুই তো আমার ছবির জন্য মেয়েদের শাড়ি বেছে দিতিস। ছবিও আঁকতিস শুনেছি। সবকিছু ছাড়লি কেন।”
উত্তরে মুনমুন সেন বলেছিলেন, “যামিনী রায়ের বাড়িতে আমাকে ভীষণ ছারপোকা কামড়াত। তাই সেখানে আমার আর ছবি আঁকা হল না।”
ছারপোকার কারণে মেয়ে আর ছবি আঁকতে যেতে পারছেন না, তা মেনে নিয়েছিলেন মুনমুনের মা সুচিত্রা সেন।