তিনি হুগলীর সাংসদ। এবারের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন। ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালনা করে খ্যাতির চূড়ায় উঠেছেন রচনা।
সেই রচনাই স্টুডিয়োর ঠান্ডা হাওয়াকে বর্জন করে টানা দু’মাস লাগাতার ভোটের প্রচার করেছেন প্রচণ্ড গরমে। জানেন কি, অভিনেত্রীর মেকআপ রুমে রাখা থাকে বোরখা।
সব সময় সঙ্গে বোরখা কেন রাখেন রচনা? এর আসল কারণ ফাঁস করেছেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। ‘দিদি নম্বর ওয়ান’-এর একটি এপিসোডে এসেছিলেন সুদীপা।
সেখানে এসে তিনি বলেছিলেন, “রচনাদির ঘরে সব সময় একটা বোরখা ঝলে। সেই বোরখা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম ঠিক কী কারণে বোরখাটি ঝুলছে। তারপর মেকআপ আর্টিস্ট জানিয়েছিল আসল কাহিনি।”
দুটি বিয়ে অসফল হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। পুত্রকে নিজের মতো করে মানুষ করছেন তিনি। পুত্র মায়ের সঙ্গেই থাকে। হাজার ব্যস্ততার মধ্যেও পুত্রের লেখাপড়ার দিকে মনযোগ দেন রচনা।
মেকআপ রুমে বোরখাটি সেই কারণেই রাখা থাকে। পরিচিত অভিনেত্রীকে সকলের সামনে আসতে পারেন না। পথেঘাটে তাঁকে যদি কেউ চিনতে পান, তাহলে তো ছেকে ধরাবেন। নিস্তার পাবেন না রচনা। তাই বোরখাই অভিনেত্রীর ভরসা।
শুটিং সেরে যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারেন, তাই চট করে বোরখাটি গলিয়ে মেট্রো করে কালীঘাট চলে যেতেন রচনা। ছেলের কাছে তাড়াতাড়ি পৌঁছে তাকে পড়াতে বসাতেন।
এই কথাটি বলার সময় চোখ চিকচিক করছিল রচনার। লজ্জায় মাথা নীচু করেছিলেন অভিনেত্রী। সুদীপা দিন বলেছিলেন, “রচনাদিকে আমি একটাই কথা বলেছিলাম আমার সাধের সময়, তাঁর মাতৃত্বের পঞ্চাশ শতাংশ যেন আমি পাই।”