17 March 2024
মাড়ির ব্যথায় কষ্ট? রান্নাঘরেই আছে টোটকা
credit: istock
TV9 Bangla
শক্ত খাবারে কামড় পরলে বা ঠান্ডা জল খেলে দাঁতের গোড়ায় ব্যথা শুরু হয়ে যায়? খাবারের টুকরো দাঁতের ফাঁকে ঢুকে যাচ্ছে?
দাঁতের গোড়ার কাছে গর্ত হলে এবং তার মধ্যে খাবার ঢুকলেই মাড়ির ব্যথা শুরু হয়। তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে না পারলে ঘরোয়া উপাদানেই মিলবে রেহাই।
হঠাৎ করে দাঁতে ব্যথা হলে লবঙ্গ তেলে তুলো ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখুন। না হলে গোটা লবঙ্গ মুখে রাখুন। আরাম পাবেন।
মাড়ি ব্যথায় নুন-জল খুব কার্যকরী। ঈষদুষ্ণ জলে নুন দিয়ে বারবার কুলকুচি করুন। কিছুক্ষণ মুখেও রেখে দিতে পারেন নুন-জল।
দাঁতে ব্যথার কারণে অনেক সময় মাড়ি ফুলে যেতে পারে। সেরকম হলে গালের যেদিকে ব্যথা সেদিকে আইস প্যাক ধরুন। আরাম পাবেন।
দাঁতে ব্যথা কমাতে রসুন কুচি ও লবঙ্গ দিয়ে পেস্ট করে মাড়িতে লাগান অথবা চিবিয়ে রসুন খান। তৎক্ষণাৎ আরাম পাবেন।
দাঁতে ব্যথায় ঠান্ডা চা আরামদায়ক। পিপারমিন্ট টি ব্যাগ দিয়ে চা তৈরি করে দু-মিনিট ফ্রিজে রেখে খান। স্বস্তি পাবেন।
ঘরোয়া উপাদানে দাঁতের ব্যথায় কিছুটা আরাম পেলও বিষয়টি অবহেলা করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন